

সোমবার ● ২১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন
মাগুরায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে সোমবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও জুবায়ের হোসেন হীরক, সদস্য সচিব জুলফিকার আলি, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব নবীর হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ ও সদস্য সচিব রাব্বিসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “জুলাই অভ্যুত্থানের অকুতোভয় সৈনিক পারভেজের হত্যার নেপথ্যে থাকা দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” বক্তারা এই নির্মম হত্যাকাণ্ডকে গণতান্ত্রিক আন্দোলন দমন করার হীন অপচেষ্টা বলে আখ্যা দেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে।