শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

SW News24
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার বিচার শুরু
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার বিচার শুরু
২১ বার পঠিত
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার বিচার শুরু

---
মাগুরা  প্রতিনিধি :- মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি শেষে সাক্ষ্য গ্রহনের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করা হয়েছে । অভিযোগ পত্রের ক্রমানুসারে সাক্ষির জন্য  আগামী ধার্য তারিখে ১-৩ নং সাক্ষীদের সমন প্রদান করা হয়েছে।
মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটার মনিরুল ইসলাম মুকুল বলেন, বিচারক এম জাহিদ হাসান’র আদালতে আসামিদের বিরুদ্ধে শুনানি শেষে অভিযোগ গঠন করা হয় । চার্জ শিটের ক্রম অনুসারে বিজ্ঞ বিচারক আগামী ২৭ এপ্রিল তিনজনের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এর আগে বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান আসামীদের পক্ষে আইনজীবি নিয়োগ করতে চান কি না প্রশ্ন করলে তারা আইনজীবি নিয়োগ দিতে ইচ্ছুক বলে অনুরোধ করেন। এ সময় বিজ্ঞ বিচারক তাদের কে আইনজীবি নিয়োগ প্রক্রিয়া বুঝিয়ে দিয়ে জেল সুপারের মাধ্যমে লিগ্যাল এইড কর্মকর্তার বরাবর আবেদন করতে বলেন। নারী ও শিশু নিযাতন দমন ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটার আরোও বলেন, প্রধান আসামী হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিলেও চার্জ গঠনের সময় হিটু শেখ সহ সকল আসামী নিজেদেরকে নির্দোষ দাবি করেন। আছিয়া হত্যা মামলায় তারেক রহমান নির্দেশিত ৫ সদস্য বিশিষ্ট আইনজীবি প্যানেলের আহবায়ক শাহেদ হাসান টগর বলেন, আছিয়া হত্যা মামলায় আসামীদের পক্ষে মাগুরা বারের কোন আইনজীবি না দাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। আজও আদালতে হিটু শেখদের পক্ষে কোন আনইজীবি দাড়াতে দেখা যায়নি। আছিয়া মামলায় আমরা ৫ জন আইনজীবি মিলে রাষ্ট্র পক্ষে সার্বিক সহযোগিতা শুরু থেকে যে ভাবে করছি শেষ পযন্ত করবো।
আছিয়ার মা আয়েশা বেগম বলেন, আজ শুনানি শেষে চার্জ গঠন করা হয়েছে। ৩ জন সাক্ষীকে আগামী ২৭ তারিখে সাক্ষি দিতে আদালতে আসার দিন ধায করা হয়েছে। শিশু আছিয়ার পক্ষে মামলায় অংশগ্রহণ করেন, আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার পরামর্শে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। তিনি মাগুরা আদালতে উপস্থিত হয়ে বলেন, এই মামলাটি চাঞ্চাল্যকর একটি মামলা যা দেশ সহ বর্হিবিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। এই মামলাটি যেন দীর্ঘায়িত না হয় সে ব্যাপারে বিচারকসহ সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটারকে সু দৃষ্টি রাখার অনুরোধ করেন।  এ সময় তিনি আসামীদের বিরুদ্ধে গঠিত অভিযোগ পত্রের ধারা অনুযায়ী নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ এর সংশোধিত ২০০৩ এর ৯ এর ২ ধারা এবং প্যানাল কোডের ৫০৬ ও ২০১ ধারায় অভিযোগ গঠনের জন্য অনুরোধ করেন। বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান শুনানি শেষে চার্জ গঠেন করে সাক্ষির জন্য দিন ধায্য করেন। শুনানি শেষে এহসানুল হক সমাজী সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে ১৬৪ ধারায় জবানবন্দি ও অন্যান্য নথির ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (২) ধারায় (ধর্ষণের ফলে মৃত্যু) অভিযোগ গঠন করা হয়েছে। অন্যদিকে বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশে (ভয়ভীতি প্রদর্শন) এবং শাশুড়ির বিরুদ্ধে ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্ট) অভিযোগ গঠন করা হয়। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের নির্দেশনায় গঠিত পাঁচ সদস্যের আইনজীবী প্যানেলের সকল সদস্যরা তাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান। বুধবার হিটু শেখদের আদালতে হাজির করায় আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করে পুলিশ। গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয়। এর আগে ১৫ মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, ৬ মার্চ সকালে বোনের স্বামীর কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে, বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যাচেষ্টা চালায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। জবানবন্দিতে প্রধান অভিযুক্ত হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় স্কুল শিক্ষককে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষরসহ লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় স্কুল শিক্ষককে জোর পূর্বক সাদা কাগজে স্বাক্ষরসহ লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ২টি ওয়ান সুটারগানসহ আটজন আটক মাগুরায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ২টি ওয়ান সুটারগানসহ আটজন আটক
মাগুরায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন মাগুরায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মৃত্যুবরণ করেছেন পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মৃত্যুবরণ করেছেন
সুন্দরবনে করিম বাহিনীর ২ সদস্য আটকসহ ডাকাতের হাতে জিম্মি পাইকগাছার দুই জেলে উদ্ধার সুন্দরবনে করিম বাহিনীর ২ সদস্য আটকসহ ডাকাতের হাতে জিম্মি পাইকগাছার দুই জেলে উদ্ধার
শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া উদ্ধার শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া উদ্ধার
পাইকগাছায় চিংড়ি ঘেরের জমি দখলে ব্যর্থ হয়ে ইউপি চেয়ারম্যানের নামে থানায় অভিযোগ পাইকগাছায় চিংড়ি ঘেরের জমি দখলে ব্যর্থ হয়ে ইউপি চেয়ারম্যানের নামে থানায় অভিযোগ
মাগুরায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু মাগুরায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় ছেলে গ্রেফতার পাইকগাছায় বৃদ্ধ পিতাকে মারধরের ঘটনায় ছেলে গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)