

সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার ২য় দিনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন
মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার ২য় দিনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরা আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় দ্বিতীয় দিনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ করেন। সে সময় মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখসহ সকল আগামীরা আদালতে উপস্থিত ছিলেন। সোমবার এ মামলার ৩ থেকে ৫ নম্বর স্বাক্ষীর স্বাক্ষ্য নেওয়া হয়। মঙ্গলবার মামলার আরও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। সোমবার আছিয়ার চাচা, স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও এক ছাত্র স্বাক্ষ্য দেন।এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়।এর আগে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আসামীদেরকে আদালতে আনা হয়। গত পহেলা মার্চ বোনের বাড়িতে বেড়াতে এসে ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ ঘটনাটি দেশ ব্যাপি আলোচনার সৃষ্টি করে।