রবিবার ● ২৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » সাহিত্য » ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস স্মরণে
১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস স্মরণে
——গাজী আব্দুল আলীম (রাজু)
এখন,
লিখতে পারি না, কোন কথা, শব্দ
নীরবতার স্তব্দতায় থেমে যায় বার বার।
কি লিখবো, কাকে নিয়ে লিখবো
ভাবছি বার বার, কাটাকাটি করছি শব্দ,
কাগজ ছিড়ছি, অতপরঃ
বোবা কাঁন্নায় গুমড়ে মরে, অশ্র“সজল চোখে
প্রশ্ন রাখি-
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান,
যার হাত ধরে আমরা পেলাম স্বাধীনতা, পতাকা,
স্বদেশ, শত্র“মুক্ত মাতৃভুমি।
তাকে তোরা করলি খতম, রাজাকার
পৃথিবীতে তোদের মত নরাধম…..
তোদের ধ্বংস হয়না, মরণ হয়না
তোদের কি হবে না কখনো মৃত্যু?
আজ এতগুলি বছরের পর
আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা রত
স্বাধীন ভুখন্ডে, জঙ্গী, সন্ত্রাসী তৎপরতায়
বড় বেশী মগ্ন তোরা-
ভেবেছিস সত্যকে ধ্বংস করা যায়?
আদর্শকে উপড়ে ফেলা যায়?
দেশ প্রেমকে মিথ্যার আবরণে ঢেকে দিয়ে
জালিমের তান্ডবে মাতাবি বাংলাদেশ?
তোদের সে আশা কোনদিন হবে না পুরুন,
ভুলিনি সেই দিনের কথা…
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
আজও বুকে রেখেছি ধরে সেই ব্রজ কণ্ঠস্বর-
শোকের মাসে তাই আবারও গর্জে উঠি আমরা
এবারের সংগ্রাম, জঙ্গী, সন্ত্রাসী নিধনের সংগ্রাম,
এবারের সংগ্রাম, পরাজিত বহুরূপী জানোয়ারের
বিরুদ্ধে সংগ্রাম।
শোক হোক শক্তি, আমরা সবাই হবো মুক্তি
জয়বাংলা জয় বঙ্গবন্ধু।