মঙ্গলবার ● ৬ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় যুব স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ সরকারের প্রগতিমুখী উন্নয়নের ধারা ব্যহত করার অপচেষ্ঠা কখনো সফল হবে না-এমপি নূরুল হক
পাইকগাছায় যুব স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ সরকারের প্রগতিমুখী উন্নয়নের ধারা ব্যহত করার অপচেষ্ঠা কখনো সফল হবে না-এমপি নূরুল হক
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় যুব স্বেচ্ছাসেবকলীগের সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী যুব সমাবেশে পাইকগাছা-কয়রার এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক বিএনপি জামায়াতের উদ্দেশ্যে বলেছেন বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রগতিমুখী উন্নয়নের ধারা ব্যহত করার অপচেষ্ঠা কখনো সফল হবে না। অতি অল্প সময়ে এদেশের আর্থ সামাজিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সকল ক্ষেত্রে অনেক দেশের চাইতে বাংলাদেশের অগ্রগতি পৃথিবীতে প্রশংসিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত ১০ টাকা কেজিতে এ মাস থেকে রেশনিং কার্ডের মাধ্যমে চাউল প্রাপ্তির কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার চলমান ধারা অব্যহত রাখার জন্য যুব স্বেচ্ছাসেবক লীগ সহ দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের সকল শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে পৌরসভার শহীদ মিনার চত্ত্বরে উপজেলা আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি আসিফ ইকবাল রনির সভাপতিত্বে ও ইউপি সদস্য জাকির হোসেন লিটন ও সম্পাদক সঞ্জয় ঘোষের পরিচালনায় এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান উপাধ্যক্ষ শেখ আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন-জেলা সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, প্রবীন আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, অবঃ অধ্যক্ষ লুৎফর রহমান, শেখ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন- রতন ভদ্র, বিজন বিহারী সরকার, ইউপি চেয়ারম্যান রিপন মন্ডল, জেলা যুবলীগ নেতা আনিছুর রহমান মুক্ত, কমিউনিটি পুলিশিং ফোরামের সম্পাদক দাউদ শরীফ, প্রভাষক বাবলুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আসমা আহমেদ, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, আব্দুস সালাম, সত্যেন রায়, ছাত্রলীগ নেতা মসিয়ার রহমান, কয়রা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান, সোহাগ পারভেজ, ডাঃ আবু রায়হান, মোঃ আলমগীর, মোঃ ইব্রাহিম, মোঃ স¤্রাট, নান্টু, জিনারুল, জীবন, মাসুম, মাজারুল, বুলবুল, ওলিয়ার রহমান প্রমুখ।