মঙ্গলবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় ১৩৮টি মণ্ডপে দূর্গা পূজার প্রস্ততি চলছে
পাইকগাছায় ১৩৮টি মণ্ডপে দূর্গা পূজার প্রস্ততি চলছে
এস ডব্লিউ নিউজ ॥
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে পাইকগাছার পূজা মণ্ডপগুলিতে ব্যাপক প্রস্ততি চলছে। উপজেলার পূজা মণ্ডপগুলিতে প্রতিমা, প্যান্ডেল ও সাজ সজ্জার কাজ পূরাদমে এগিয়ে চলেছে। মন্দির গুলিতে প্রতিমা তৈরীর কারিগররা দিনরাত কাজ করছে। প্রতিমা তৈরীর মাটির কাজ প্রায় শেষ হয়েছে, রঙের কাজ চলছে। হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শারদীয় উৎসবের আগমনী ইমেজ বইতে শুরু করেছে।
সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ১৩৮টি মন্দির ও মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তার ব্যাপক প্রস্তুতি চলছে। উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১৩৮টি মন্দির ও মণ্ডপে প্রতিমা নির্মিত হয়েছে। এর মধ্যে পৌরসভা ৬টি, হরিঢালী ১৮টি, কপিলমুনি ১৭টি, লতা ১১টি, দেলুটি ১৪টি, সোলাদানা ১২টি, লস্কর ১৬টি, গদাইপুর ৪টি, রাড়–লী ১৭টি, চাঁদখালী ১২টি ও গড়াইখালী ইউনিয়নে ১১টি পূজা মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। ৬ অক্টোবর পঞ্চমীর মধ্যদিয়ে দূর্গাদেবীর বোধন অনুষ্ঠনের মধ্যদিয়ে পূজা শুরু হবে। ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়াদশমী পূজার মধ্যদিয়ে পূজার সমাপনান্তে দর্পন বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপুজা শেষ হবে। এ ব্যাপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ কুমার সাধু জানান, দূর্গা পূজার প্রস্ততি এগিয়ে চলেছে। ইতোমধ্যে পূজার প্রস্ততি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্টুভাবে পূজা সম্পন্ন করার সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশী টহল জোরদার এবং মণ্ডপগুলোতে পুলিশী নজরদারী বাড়ানো হয়েছে। এছাড়া প্রতি মণ্ডপে কমিটির স্বেচ্ছাসেবক দিয়ে মণ্ডপ পাহাড়া দেয়ার জন্য বলা হয়েছে।