শনিবার ● ১২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » ডুমুরিয়ায় টিকিটের মাধ্যমে সাঁড়ের লড়াইয়ে পুলিশ ও ভলেন্টিয়ারের লাটিপেটা আটক ২।
ডুমুরিয়ায় টিকিটের মাধ্যমে সাঁড়ের লড়াইয়ে পুলিশ ও ভলেন্টিয়ারের লাটিপেটা আটক ২।
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলায় টিকিটের মাধ্যমে সাঁড়ে সাঁড়ে লড়ায়ে উত্তেজিত জনতার চেয়ার ভাংচুরের ঘটোনায় পুলিশ ও ভলেন্টিয়ারদের লাটিপেটা শিকার আহত প্রায় দশ, ২জন চেয়ার ভাংচুর কারি ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জনতা ১শত, ৫০টাকা, ৩০টাকা হারে টিকিট কেটে প্রায় ১০ হাজার জনতা ৩২টি সাঁড়ের লড়াই দেখার জন্য মাঠের চারি পার্শ্বে অংশগ্রহন করেন। আমন্ত্রিত বিভিন্ন অঞ্চলের সাঁড় উপজেলার শোভনা কদমতলা প্রাথমিক স্কুলের মাঠে লড়ায়ের জন্য হাজির হয়। সাড়ের গাড়ি ভাড়া নিয়ে নানা তাল বাহানা করে আয়োজক কমিটি যে কারনে সাঁড়ের মালিকরা প্রথম লড়ায়ের পরে দ্বীতিয় লড়ায়ে জয়ীরা টাকা না পেয়ে কমিটির কথায় পরে মাঠে লড়াইয়ে অনেক সাঁড়ের মালিক অংশ গ্রহন করেনি। টিকিট কাটা জনতা উত্তেজিত হয়ে চেয়ার ভাংচুর করে এক পর্যায় কমিটির ভলেন্টিয়ার ও পুলিশ লাটি পেটা করতে থাকে। এতে জনতার দৌড় ঝাঁপে বাচ্চা ছেলে মেয়ে ও অনেক বৌ রা আহত হয়েছে আনুমানিক ১০জন। এঘটনায় সাঁড়ের লড়াই বন্ধ হয়ে যায়, ঘটোনার সময় সভাপতি চেয়ারম্যান সুরজ্ঞিত কুমার বৈদ্য ছিলেননা এব্যপারে একাধিক বার মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি।