বৃহস্পতিবার ● ১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » সাহিত্য » শোভা রায় এর একগুচ্ছ কবিতা
শোভা রায় এর একগুচ্ছ কবিতা
একটি ছেলে ওমর
পথের পাশে
থাকত ঘাসে,
নাম কিরে তোর?
ওই যে ওমর।
বাড়ি কোথায়?
এই যে হেথায়।
আপন কেহ আছে?
আপনি শুধু কাছে।
খাস কি দিন ভর?
খাইনা, গায়ে জ্বর।
থাকে সব সময়?
মাঝে মধ্যে কম হয়।
ওষুধ কি হয় খাওয়া?
টাকা কোথায় যায় পাওয়া।
শীত করে না রাতে?
কী এসে যায় তাতে।
মায়ের কাছে যাবে?
কোথায় খুঁজে পাবে।
গেছে কোথায় চলে?
যায়নি সেতো বলে।
খাসনা ক’দিন ধরে?
দিন দুয়েক হতে পারে।
যন্ত্রনা নেই পেটে?
তাড়িয়ে দেয় যে ঝেঁটে।
কারা?
মারা-
কাঁদিস না?
জ্বরে পুড়ে গা।
আমার সাথে যাবি
খেতে দেবে কি?
অবশ্যই দেব
তাহলে যাবো।
তুমি রবে অনন্তকাল
বাংলার অবারিত ঘাসে ঘাসে
প্রতি বাঙালীর নিঃশ্বাসে নিঃশ্বাসে
তুমি রবে নীরবে হয়ে বিরলভাল
মুজিব তুমি রবে, রবে অনন্তকাল।
ফুলের বুকের সুবাসসম
কোটি বাঙালীর হৃদয়তম
মুগ্ধ করে বিশ্বসভা জ্বলবে কপোলতল
মুজিব তুমি রবে, রবে অনন্তকাল।
পাহাড় গায়ে ঝর্ণা হয়ে
ছুটবে তুমি স্নিগ্ধ বায়ে
পাখ-পাখালীর মধুর গানে ভরবে বনতল
মুজিব তুমি রবে, রবে অনন্তকাল।
মুক্তা হয়ে সাগর বুকে
আঁছড়ে প’ড়ে ঢেউয়ের সুখে
বন্ধু করে নিঃসীমেরে রবে উচ্ছ্বল
মুজিব তুমি রবে, রবে অনন্তকাল।
মায়ের বুকে শিশু যেমন
রবে তুমি হয়ে তেমন
আকাশ বাতাস মুখর করে ফুটবে শতদল
মুজিব তুমি রবে, রবে অনন্তকাল।
কচি পাতার সবুজ দোলায়
মাতবে তুমি নিত্য খেলায়
বনের মনে নিটোল হয়ে থাকবে চিরকাল
মুজিব তুমি রবে, রবে অনন্তকাল।
প্রজাপতির পাখায় পাখায়
বৃক্ষ রাজির শাখায় শাখায়
রঙিন হয়ে উঠবে তুমি টুটবে মোহজাল
মুজিব তুমি রবে, রবে অনন্তকাল।
আমার স্নেহের মাতৃভাষা
মায়ের মুখের আদর মাখা
সবুজ গাঁয়ের ঘাসে ঢাকা
সেই যে মধুর ডাকটি খাসা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
পাখ-পাখালীর ডানায় উড়া
বন বিথীর ছায়ায় মোড়া
শাপলাদলে শিশির মেশা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
খোকা-খুকুর আধেক বুলি
মুক্তা ছড়ায় ঢেউযে তুলি
গগন তলে আলোর আশা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
ঝর্ণা ধারার পাহাড় তলি
হংস মিথুন যায় যে চলি
ছড়িয়ে মনের প্রেম পিয়াসা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
জারি সারি ভাটিয়ালী
নদীর বুকের নরম পলি
নিত্য আমার বুকের উপর
জাগায় নতুন ভালবাসা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
বিশ্ব কবি রবি ঠাকুর
ঝরিয়ে গেলেন মনের মুকুর
যে ভাষাতে লিখে তিনি
হলেন বিশ্বজশা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
শিশুর বুকে ঘুমিয়ে থাকা
কোমল মনের তারায় ঢাকা
নিত্য নতুন স্বাধীন আশা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
গাঁয়ের বধুর সোহাগ সুখে
বন্যা ঝরে ঝর্ণা বুকে
কাব্য লেখে আকাশমেশা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
গহীন নায়ের পালের শেষে
যেথায় অসীম আকাশ মেশে
কাশের বনে ঢেউ খেলে যায় রৌদ্রমেশা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
নজরুলের ঐ অগ্নিবীণা
জগৎ মাঝে খাঁটি সোনা
জাগায় বুকে দৃপ্তনেশা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।
বাঁকা ওই মাঠের বাঁকে
নিত্য ধেনু বেহাল ডাকে
রাখাল বাজায় উদাস বাউল ভাষা
সেই তো আমার বাংলা ভাষা
আমার স্নেহের মাতৃভাষা।