রবিবার ● ৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » দাকোপের তিলডাঙ্গা থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ২১ বস্তা চাউল আটক
দাকোপের তিলডাঙ্গা থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ২১ বস্তা চাউল আটক
দাকোপ প্রতিনিধি
দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন থেকে থানা পুলিশ এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর ২১ বস্তা চাউল উর্দ্ধার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা যায় উপজেলাধীন ৭ নং তিলডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনৈক নিতাই মন্ডলের বাড়ীতে কে বা কারা সরকারের দেওয়া খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি দরের ছোট-বড় ২১ বস্তা চাউল মজুদ করে রাখে। গতকাল রবিবার ভোরে বিষয়টি ব্যাপক জানাজানি হলে এলাকাবাসীর মাধ্যমে তথ্য পেয়ে দাকোপ থানা পুলিশ ওই বাড়িতে অভিযানে যায়। দাকোপ থানার এস আই ফারুক হোসেন এবং এস আই পলাশ কুমার দাশ সেখানে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২১ বস্তা চাউল আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে বলেন, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে চাউল জব্দ করা হয়েছে, একই সাথে উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায় বাড়ীর মালিক নিতাই দীর্ঘদিন যাবৎ অন্য এলাকায় থাকে।