বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডুমুরিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি ॥ ডুমুরিয়ার চুকনগরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং দি হাঙ্গার ও পাওয়ার প্রজেক্টের সহযোগীতায় ইউপি সদস্য বিএম হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী জাহিদুল ইসলাম। দি হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী রুকাইয়া আক্তারের সার্বিক সহযোগীতায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা,ইউপি সদস্য কুলসুম বেগম,রেশমা বেগম,শিখা রানী বসাক, মনিরুজ্জামান রাজু,শেখ সিরাজুল ইসলাম,কামরুল ইসলাম মোড়ল,মোস্তফা সরদার,মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ মন্ডল, সাংবাদিক গাজী আব্দুল কুদ্দুস, মুক্তি সংস্থার পরিচালক বাসুদেব দাস, নুরুল ইসলাম,শান্ত কুমার মিত্র,আব্দুল রহমান,স্বদেশ প্রমুখ।