শনিবার ● ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ইতিহাস ও ঐতিহ্য » পাইকগাছায় বিজয়ের মাস উপলক্ষে পতাকা বিক্রি করছে ফেরিওয়ালা রিপন হোসেন
পাইকগাছায় বিজয়ের মাস উপলক্ষে পতাকা বিক্রি করছে ফেরিওয়ালা রিপন হোসেন
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ॥
বিজয়ের মাস ডিসেম্বর। বিজয়ের মাস উপলক্ষে পাইকগাছার পৌর বাজারের অলিগলিতে লাল সবুজের পতাকা বিক্রি করছে ফেরিওয়ালা মোঃ রিপন হোসেন। সে ছোট বড় বিভিন্ন সাইজ ও মাপের লাল সবুজের জাতীয় পতাকা, হেড ও হ্যান্ড ব্যান্ড সহ বিভিন্ন বিজয় দিবসের সামগ্রী বিক্রয় করেছে। আসন্ন বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রির পাশাপাশি ছোট ছেলে মেয়েরা হেড ব্যান্ড, হ্যান্ড ব্যান্ড সহ ছোট ছোট পতাকা ক্রয় করছে। রিপন জানান, তার বাড়ী মাদারীপুরে। গত সপ্তাহে তারা ১০/১২ জন খুলনা শহরে এসে বিভিন্ন ভাগে শহর ও উপজেলা শহরগুলিতে ফেরি করে পতাকা বিক্রি করছে। বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। সে আরো জানান, ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পতাকা বিক্রি হয় বেশি। এর মধ্যে ডিসেম্বরে মহান বিজয় দিবস, ফেব্র“য়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান একুশে ফেব্র“য়ারি ও মার্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকার বিক্রির চাহিদা থাকে। তার প্রতি বছর এই কয়েক মাস দেশের বিভিন্ন জেলায় ফেরি করে পতাকা বিক্রি করে।