সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » নারী ও শিশু » দাকোপে শিশু বিবাহ রোধ ও জন্ম নিবন্ধন সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত
দাকোপে শিশু বিবাহ রোধ ও জন্ম নিবন্ধন সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদে শিশু বিবাহ রোধে সম্মিলিত উদ্যোগ প্রকল্পের আয়োজনে শিশু বিবাহ ও জন্ম নিবন্ধন সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদ সভা কক্ষ্যে বেসরকারী সংস্থা কেয়ার বাংলাদেশ’র উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল। ইউনিসেফ বাংলাদেশ’র অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের দিনব্যাপী কর্মশালায় ইউপি সদস্য/সদস্যা, প্রধান শিক্ষক, অভিবাবক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ মোট ৩২ জন অংশ গ্রহনকারী, এইসিএম প্রকল্প কেয়ার বাংলাদেশ’র প্রকল্প কর্মকর্তা বঙ্কিম দেবনাথ, সি এফ আকতারুল ইসলাম, দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রত্যেক শ্রেনীর থেকে কিভাবে শিশু বিবাহ রোধে উদ্যোগ গ্রহন, এলাকার শিশু বিবাহের হালচিত্র উপস্থাপন ও করনীয়, জন্ম নিবন্ধনের সঠিক বয়স নির্ণয়ে অভিবাবকদের সহযোগীতা ও শিশূ বিবাহ রোধে জন্ম নিবন্ধনের সর্ম্পক ও প্রত্যেক শ্রেনীর পক্ষ থেকে করনীয়সহ উল্লেখিত বিষয়ের উপর ব্যাপক আলোচনা ও মতামত উপস্থাপন করা হয়। কর্মশালায় স্ব-স্ব এলাকায় শিশু বিবাহ রোধে দায়িত্বশীল ভ’মিকা পালন এবং জনপ্রতিনিধিদের এ বিষয়ে অঙ্গিকারাবদ্ধ হয়ে অঞ্চল ভিত্তিক শিশু বিবাহমুক্ত করার সিদ্ধান্ত গ্রহন পূর্বক সুপারিশমালা তৈরী করা হয়।