মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা মহম্মদপুরের খালিছ আহমেদ কানাডার উপ-নির্বাচনে এম পি প্রার্থী হয়েছেন
মাগুরা মহম্মদপুরের খালিছ আহমেদ কানাডার উপ-নির্বাচনে এম পি প্রার্থী হয়েছেন
মাগুরা প্রতিনিধি:
মাগুরা মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের হরেকৃষ্ণপুর গ্রামের খালিছ আহমেদ কানাডার আলবার্টা প্রদেশে ক্যালগেরী হেরিটেজ এলাকায় নিউ ডেমোক্রেটিক পার্টির (এন ডি পি) মনোনীত এম পি প্রার্থী হয়েছেন। আগামী ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মাগুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে খালিছ আহমেদ জানান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তাত্বিক বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। তারপর তিনি নরওয়েতে বৃত্তি লাভ করে তেল-গ্যাস বিষয়ে উচ্চ শিক্ষা ও পি এইচ ডি গবেষণা কালে কানাডার ক্যালগেরীতে যান এবং সেখানে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন।
মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের স্কুল শিক্ষক আফসারউদ্দিন মিয়ার পুত্র খালিছ আহমেদ কানাডার অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল নিউ ডেমোক্রেটিক পার্টির (এন ডি পি) কানাডা ইলেকটোরাল ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাউদার্ন আলবার্টার কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।
কানাডার প্রাক্তণ প্রধান মন্ত্রী স্টিফেন হারপার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করায় সে শূণ্য আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এ নির্বাচনে জয়ের ব্যাপারে খালিছ আহমেদ খুবই আশাবাদী।
মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় খালিছ আহমেদের পিতা পত্নীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।