সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » ডুমুরিয়ায় ১৯০০ ফুট নদী খননের অভাবে ৭টি বিলে ধান চাষ অনিশ্চিত
ডুমুরিয়ায় ১৯০০ ফুট নদী খননের অভাবে ৭টি বিলে ধান চাষ অনিশ্চিত
অরুন দেবনাথ: ডুমুরিয়া।
খুলনা- যশোরের ডুমুরিয়া উপজেলার সীমান্তে কেওড়াতলা স্লুইজগেটের ১৯০০ ফুট খাল পুনঃখননের অভাবে ৭টি বিলের ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকেরা পড়েছেন মহাহতাশায়। এ সমস্যা সমাধানের জন্য এলাকাবাসি ও জনপ্রতিনিধিরা চেষ্টা চলালেও কোন ফল পাচ্ছে না।
সরেজমিন ও এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়; বিল বরুনা, বিল ডাকাতিয়া, বিল মধুগ্রাম, বিল তাওয়ালিয়া, বিল খুকশিয়াসহ ৭টি বিলের পানি নিষ্কাশনের পথ ডুমুরিয়ার কেওড়াতলা স্লুইজগেট। কিন্তু কেওড়াতলা স্লুইজগেটের ১৯০০ ফুট খালে পলি ভরাট হওয়ায় পানিবদ্ধতা স্থায়ি রূপ নিয়েছে। কৃষকেরা ধানের চারা তৈরি করলেও তা রোপনে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। কৃষকেরা পড়েছে মহা দুঃশ্চিন্তায়। কেওড়াতলা স্লুইজগেটের ১৯০০ ফুট খাল পুন খননের জন্য এলাকাবাসি ও জনপ্রতিনিধিরা চেষ্টা করলেও ফাইল পড়ে আছে পানি উন্নয়ন বোর্ডের দপ্তরে।
১নং ধামালিয়া ইউপি চেয়ারম্যান রেজোয়ান মোল্যা বলেন; আমি কৃষকদের ওয়াদা দিয়েছিলাম যে বিলের পানি সরানোর চেষ্টা করবো। আপনারা ধানের পাতা ফেলেন। সে অনুযায়ি কৃষকরা ধান চাষের প্রস্তুতি নিয়েছে। প্রতিমন্ত্রী মহোদয়ের ডিও লেটার নিয়ে কেওড়াতলার গেট সংলগ্নে ১৯০০ ফুট খাল সংস্কারের চেষ্টা করছি। কিন্তু ডিজি ফাইল ছাড়ছেন না।
মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন; খালটি খননের জন্য আমি ডিও লেটার দিয়েছি। ডিজিকে ফোনও করেছি। এটা আশু সমাধানের চেষ্টাও করছি।