সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
পাইকগাছায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সঞ্জয় রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কেএম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান। প্রভাষক ময়নুল ইসলাম ও মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত রায়, মৎস্য অফিসার এএসএম রাসেল, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবাল। মেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অর্ধশত স্টল স্থান পায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিকালে আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।