বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » ডুমুরিয়া কলেজ জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
ডুমুরিয়া কলেজ জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
ডুুমরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়ার গণমানুষের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারক লিপি প্রদান করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা সদরে অবস্থিত কলেজ হওয়া সত্ত্বেও সম্প্রতি কলেজ জাতীয় করণের জন্য ঘোষিত ১৯৯ টির তালিকায় ডুমুরিয়া কলেজের নাম না থাকায় উপজেলার ১০ ইউনিয়নের মানুষরা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। ক্ষুব্ধ এলাকাবাসী সুত্রে জানা গেছে, বিশেষ কৌশল অবলম্বন করে ডুমুরিয়া কলেজের নামের মধ্যে ‘শাহপুরমধুগ্রাম’ শব্দটি বসিয়েদিয়ে ডুমুরিয়া কলেজকে বঞ্চিত করা হয়েছে। তাছাড়া শাহপুর মধুগ্রাম কলেজটি উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।এখানে উল্লেখ্য জাতীয় দিবস সমুহের সকল সরকারি অনুষ্ঠানই ডুমুরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া বাসীর পক্ষে যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান ও ডুমুরিয়া কলেজের প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন মোড়ল স্বাক্ষরিত ওই স্মারলিপি টি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেওয়া হয়। সে সময় অন্যান্যে রমধ্যে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম মানিক, সমাজসেবি গাজী গরহর, মোশাররফ হোসেনকচি, গাজী মোহাম্মদ রফি,ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু, কলেজ অধ্যক্ষ হোসনে আরা খানম, কলেজ শিক্ষক রঞ্জন তরফদার, মোফাজ্জেল হোসেন ও খান নুরুল ইসলাম-সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।