শনিবার ● ১৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় রুহুল আমিন বেস্ট টিচার্স এ্যাওয়ার্ড ও ছাত্র-ছাত্রীদের মেধা পুরস্কার প্রদান
পাইকগাছায় রুহুল আমিন বেস্ট টিচার্স এ্যাওয়ার্ড ও ছাত্র-ছাত্রীদের মেধা পুরস্কার প্রদান
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় রুহুল আমিন বেস্ট টিচার্স এ্যাওয়ার্ড ও ছাত্র-ছাত্রীদের মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। রুহুল আমিন ট্রাস্টি বোর্ডের উদ্যোগে শনিবার সকালে কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমী মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকতারুজ্জামান সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, প্রয়াত রুহুল আমিন মোল্লার মেয়ে আমেরিকা প্রবাসী নাজনীন হোসাইন, জেলা পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার, অধ্যক্ষ রবিউল ইসলাম, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, আমির আলী গাইন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়। বক্তব্য রাখেন, গাজী মিজান, শেখ আনিছুর রহমান মুক্ত, শিক্ষক নুরুল ইসলাম, দাউদ শরীফ, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, রেবা আক্তার কুসুম ও শিক্ষার্থী শারমিন সুলতানা। অনুষ্ঠানে মৌখালী ইউনাইটেড একাডেমী ও শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের দুই জন শিক্ষককে রুহুল আমিন বেস্ট টিচার্স এ্যাওয়ার্ড এবং ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৮ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জারিগান পরিবেশন করেন আব্দুল মজিদ বয়াতী ও তার দল।