শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

SW News24
রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি ইউছুফ হারুনের পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি ইউছুফ হারুনের পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
৫৭৯ বার পঠিত
রবিবার ● ১৫ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি ইউছুফ হারুনের পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

---

এস ডব্লিউ নিউজ ॥

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক- ১ (অতিরিক্ত সচিব) শেখ ইউছুফ হারুন বলেছেন এক সময় দেশের কোন লক্ষমাত্রা ছিল না যে আমরা জাতি হিসাবে কোথায় যেতে চাই। এ জন্য দেশ উন্নয়ন থেকে পিছিয়ে ছিল। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও লক্ষমাত্রা নির্ধারণ করে তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। সরকারের সঠিক পদক্ষেপে ইতোমধ্যে বাংলাদেশ নিু মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন সরকারের প্রতিশ্র“তি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় সব সময় বদ্ধ পরিকর। ২০২১ সালে মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করতে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের বিভিন্ন স্থানে ১০০টি ইকনোমিক জোন নির্ধারণ করা হয়েছে। এ লক্ষে বর্তমানে ৬৭টি স্থান চিহ্নিত করা হয়েছে। আর ইকনোমিক জোন বাস্তবায়িত হলে দেশে ১ কোটি লোকের কর্মসংস্থান হওয়ার পাশাপাশি বর্তমান রপ্তানি আয় ২৪ বিলিয়ন ডলারের স্থলে ৬০ বিলিয়ন ডলার হবে। তিনি বলেন, বিদ্যুৎ ছাড়া কোন দেশের শিল্প উন্নয়ন সম্ভব নয়। অথচ ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল সাড়ে ৩ হাজার মেগাওয়াট। যা বর্তমানে ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। আগামী ২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৩০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন চিকিৎসা ও স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার অথচ স্বাস্থ্য খাতের বাজেটে বরাদ্দ যেমন কম, তেমনি সমস্যার কোন অন্তনেই। দেশে প্রচুর হাসপাতাল হচ্ছে, কিন্তু হাসপাতাল গুলোতে জনবল সংকট, যন্ত্রপাতি এবং বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে স্বাস্থ্য সেবা ব্যাহত হয়। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কেন্দ্র ভিত্তিক ডাক্তার নিয়োগ এবং প্রথম কর্মস্থলে কমপক্ষে ৫ বছর থাকা বাধ্যতা মূলক করে নীতিমালা প্রণয়ণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। অদুর ভবিষ্যৎতে নীতিমালা বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে সমস্যা দূর হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কপিলমুনি ১০ শয্যা হাসপাতালের জনবল বৃদ্ধি সহ সকল সমস্যা সমাধানের প্রতিশ্র“তি দেন।

---

তিনি রোববার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন। এরআগে তিনি কপিলমুনি ১০ শয্যা হাসপাতাল, যৌথ পল্লী দুদ্ধ সমিতি, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএমএ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, শেখ ফারুক হোসেন, ওসি মারুফ আহম্মদ, প্রধান শিক্ষক আব্দুল গফ্ফর, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, মেডিকেল অফিসার পার্থ প্রতীম দেবনাথ, মশিউর রহমান মুকুল, মিঠুন দেবনাথ, আহসানারা বিনতে ময়না, শর্মিষ্টা সাহা, সঞ্জয় সরকার, মোঃ রশিদুজ্জামান, শেখ কামরুল হাসান টিপু, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস ও নার্গিস বানু।





প্রধান সংবাদ এর আরও খবর

জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা জনগন যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা
প্রবাসীরা বিমান বন্দরে অতিথির মত সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা প্রবাসীরা বিমান বন্দরে অতিথির মত সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা
ইতিহাস গড়ে ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিহাস গড়ে ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ
রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত
এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দে পরিণত হয়েছে: প্রধান উপদেষ্টা এবারের দুর্গাপূজা বিশেষ আনন্দে পরিণত হয়েছে: প্রধান উপদেষ্টা
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানালেন জো বাইডেন বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানালেন জো বাইডেন
২শ’ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকর ২শ’ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকর
সেনাপ্রধানের সাক্ষাৎ; আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রশংসা করলেন রাষ্ট্রপতি সেনাপ্রধানের সাক্ষাৎ; আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রশংসা করলেন রাষ্ট্রপতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)