মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » অবশেষে দীর্ঘ প্রত্যাশার পর পাইকগাছার সাড়ে ১১ কিলোমিটার প্রধান সড়ক সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ
অবশেষে দীর্ঘ প্রত্যাশার পর পাইকগাছার সাড়ে ১১ কিলোমিটার প্রধান সড়ক সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ
এস ডব্লিউ নিউজ ॥
অবশেষ দীর্ঘ প্রত্যাশার পর আলোচিত জরাজীর্ণ পাইকগাছা-খুলনা সড়ক সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক নিশ্চিত করেছেন। আগামী দু’একদিনের মধ্যে সংস্কার কাজ শুরু হতে পারে বলে স্থানীয় এ সংসদ সদস্য জানিয়েছেন।
উল্লেখ্য, সড়ক ও জনপথ বিভাগের পাইকগাছা-খুলনা প্রধান সড়কের ১৮ মাইল (বেতগ্রাম) থেকে পাইকগাছা উপজেলা সদর পর্যন্ত ৩৩ কিলোমিটার সড়ক দীর্ঘ দিন অবহেলিত রয়েছে। গত কয়েক বছরে জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। উপকূলীয় সাতক্ষীরার তালা,আশাশুনী ও খুলনার পাইকগাছা ও কয়রা সহ বেশ কয়েকটি উপজেলার লাখ লাখ মানুষের রাজধানী সহ জেলা শহরে যাতায়াতের অত্র সড়কটি একমাত্র মাধ্যম হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে জোড়া তালি দেওয়া ছাড়া গত ১ যুগেরও অধিক সময় সড়কের উন্নত মানের কোন সংস্কার কাজ হয়নি। যার ফলে অবহেলিত এ সড়কের কারণে ম্লান হয় বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড। ইতোমধ্যে সড়ক সংস্কারে এলাকাবাসী মানববন্ধন সহ অনশন ধর্মঘটও করে। কিন্তু কোন কিছুর বিনিময়ে সড়ক সংস্কারে বাস্তবমুখি কোন পদক্ষেপ দেখা যায় না। আর যার ফলে সড়কের দূর্দশা ও দূর্ভোগের কারণে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন চরম ক্ষোভ বিরাজ করে আসছে। এমন কি যাতায়াতে বিব্রতবোধ করেন প্রশাসনের সরকারি কর্মকর্তারাও। গত বছর ৩৩ কিলোমিটার সড়কের ১৮ মাইল (বেতগ্রাম) হতে পাইকগাছার কপিলমুনির গোলাবাটি পর্যন্ত সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়। কিন্তু অবশিষ্ট কয়েক কিলোমিটার সড়ক রয়ে যায় পূর্বের অবস্থানে। যে কারণে বর্তমান খুলনা-০৬ সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক সড়ক সংস্কারের বিষয়টি জাতীয় সংসদে একাধিকবার উত্থাপনের মাধ্যমে সড়ক ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। একই সাথে তিনি সড়ক বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর ডিও লেটার দেন। স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কপিলমুনির সলুয়া থেকে আলমতলা মোড় পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার সড়ক সংস্কারে ১৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে পাইকগাছা-কয়রার জনপ্রতিনিধি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক জানিয়েছেন। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ জরাজীর্ণ প্রধান সড়কের কারণে আমি ব্যক্তিগত ভাবে মর্মাহত ছিলাম। সড়ক সংস্কারের ব্যাপারে অনেকদিন যাবৎ চেষ্টাও করে আসছিলাম। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল সড়কটি সংস্কারের। আগামী দু’একদিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে এবং অতিতের যে কোন সময়ের চেয়ে উন্নত মানের সংস্কার কাজ হবে। আর সংস্কার কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক অভিমত ব্যক্ত করেন।