বুধবার ● ১৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরা লাবসায় রাস্তার বেহাল দশা
সাতক্ষীরা লাবসায় রাস্তার বেহাল দশা
লাবসা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাস্তার বেহাল দশা ৷ গত ২০০০ সাল থেকে বেতনা নদীর নাব্যতা হারানোর ফলে এবং পানি সরবরাহ ব্যাবস্থা না থাকায় প্রতি বছর লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা, বিনেরপোতা, রাজ নগর, দেব নগর সহ কয়েকটি গ্রাম জলাবদ্ধতার ভয়াবহ রুপ নেয় ৷ ঐ সময় এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারে না যার ফলে শিক্ষার মান কমে যায় ৷ এলাকায় কেউ অসুস্থ হলে তাকে কাঁধে করে অথবা নৌকা যোগে নিয়ে যেতে হয় সাতক্ষীরা সদর হাসপাতালে ৷ এমনকি কেউ মারা গেলে তাকে দাফনের জন্য সাতক্ষীরা সরকারী কবর স্থানে নিয়ে যেতে হয় ৷ এলাকাবাসী বলেন অবৈধ ভাবে মাছের ঘের এবং অপকল্পিত ভাবে ঘরবাড়ি গড়ে উঠার ফলে পানি আবদ্ধ থাকে ৷ এলাকাবাসীর দাবী পানি সরবরাহের ব্যাবস্থাসহ রাস্তা গুলো উচুকরণ ৷