বৃহস্পতিবার ● ১৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » আশাশুনিতে জাতীয় শিশু পুরস্কার’১৭ অনুষ্ঠিত
আশাশুনিতে জাতীয় শিশু পুরস্কার’১৭ অনুষ্ঠিত
মোঃ নুর আলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা’১৭ অনুষ্ঠিত হয়েছে। শিশুদের অধিকার,শারিরিক, মানষিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির উদ্দ্যোগে শিশুদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে প্রতিযোগিতাটি শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া দু’টি ভাগে বিভক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষা ও সংস্কৃতি বিভাগে শিক্ষার্থীরা গান, নৃত্য, চিত্রাংকন, রচনা, কুটির শিল্প ও বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর প্রধানের দায়িত্ব পালন করেন শিক্ষা অফিসার শামসুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার আবু সেলিম, আব্দুর রকিব, মাসরুদা খানম, শাহজাহান আলী, ইদ্রিস আলী, মনির আহম্মেদ, প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল, জুলহাজ্ব উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি জি,এম মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, সাংবাদিক এমএম সাহেব আলী সহ সকল স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিনিধিগন। ২২ জানুয়ারি ক্রীড়া বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে।