শুক্রবার ● ২০ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » আশাশুনির মৎস্য ঘের মালিকদের অবহেলায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সড়ক
আশাশুনির মৎস্য ঘের মালিকদের অবহেলায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সড়ক
মোঃ নুর আলম, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
চিংড়ী মাছ উৎপাদনে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সর্বময় পরিচিত। জেলা শহর থেকে প্রতন্ত অঞ্চল পর্যন্ত পিচের কার্পেটিং এর সড়কের দু’পাশে মৎস্য ঘের ও পুকুর চোখে পড়ে অহরহ। আর এসমস্ত ঘের মালিকদের অবহেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আশাশুনি উপজেলার বিভিন্ন সড়ক। এমনটাই অভিযোগ করেন আশাশুনি উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ শামিম মুরাদ।তিনি সাংবাদিকদের বলেন আশাশুনি-সাতক্ষীরা সড়ক, বাঁকা দরগাহপুর সড়ক, কালিবাড়ী-সোভনালী টু বদরতলা সড়ক, আশাশুনি-ঘোলা সড়ক ও কাদাকাটির হোলদেপোতা-গোলাডাঙ্গা-বড়দল টু প্রতাপনগর সড়কের দু’পাশের অধিকাংশ স্থানে মৎস্য ঘের অবস্থিত। তিনি আরও বলেন সড়কের পাশের ঘের মালিকরা ঘেরের বাধ রক্ষার্থে ঘেরে ৩ধার ভেড়ীবাধ দিয়ে থাকেন আর রাস্তাকে ৪র্থ ধার হিসাবে ব্যবহার করেন যেটা অবৈধ্য। ঘেরের পানি বাতাসের আঘাতে ঢেউ হয়ে সড়কের পাশের ঢালু মাটিতে আছড়ে পড়ে ভাঙ্গন তৈরী করে রাস্তার ধার। এবিষয়ে আশাশুনি উপজেলা পরিষদের এলজিইডি প্রকৌশলীর পক্ষ থেকে মৎস্য কর্মকর্তার মাধ্যমে এসমস্ত মৎস্য ঘের মালিকদের চিঠির মাধ্যমে রাস্তার ধার ছাড়া কয়েক ফুট দুরে তাদের মৎস্য ঘেরে ৪র্থ ভেড়ীবাধ দেওয়ার কথা বললেও ঘের মালিকরা কোন পদক্ষেপ নেননি। আশাশুনি উপজেলার সকল সড়ক রক্ষার্থে সড়ক লাগয়া মৎস্য ঘের মালিকদের সচেতন করতে উপজেলা ও ইউনিয়ন জনপ্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলজিইডি কর্মকর্তা সহ সচেতন মহল।