বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনির কাদাকাটিতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ রুম তৈরিতে বাঁধা
আশাশুনির কাদাকাটিতে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ রুম তৈরিতে বাঁধা
মোঃ নুর আলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ১০০ নং কাদাকাটি হিন্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ রুম তৈরিতে বাঁধা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে গিয়ে জানাগেছে, ৫০ শতক জায়গা নিয়ে ১৯৪৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কিন্তু বিদ্যালয়ের একটি ভবন ছিল, ভবনটি ২০১২ সালে পরিত্যক্ত হয় । স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও এলাকার গনমান্য ব্যক্তিদের নিয়ে পরিত্যক্ত ভবনের পাশে টিনের ছাউনি ও বাশের বেড়া দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাঠ দানের ব্যবস্থা করা হয় এবং বর্তমানে ১ম ও ৪ র্থ শ্রেণীর ক্লাশ মাঠে বেঞ্চ দিয়ে নেওয়া হচ্ছে ও ৫ম শ্রেণির ক্লাশ পার্শ্ববর্তী মন্দিরে নেওয়া হচ্ছে। কিন্তু টিনের ছাউনির রুমগুলো কয়েকদিন আগে ইট দিয়ে পুনঃ সংস্কার করতে গেলে পার্শ্ববর্তী ওয়াদুদ সরদারের ছেলে নজরুল সরদার ও ইসরাফিল ইসলাম বাবু প্রতিষ্ঠান তৈরিতে বাঁধার সৃষ্টি করে এবং ম্যানেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষকদের হুমকি দিতে থাকে। ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মৃত সালাম সরদারের পুত্র আমিনুর রহমান ও ইউনুছ সরদারের পুত্র জুবায়দুল হক জানান ৬ মাস আগে তার চাচাতো ভাই নজরুল সরদার ও ইসরাফিল ইসলাম বাবু আমিন নিয়ে এসে স্কুলের কাউকে না জানিয়ে স্কুলের ১০ ফুট ভেতওে জমি পাবে বলে খুটি মেরে যায়। স্কুলের প্রধান শিক্ষিকা শাহিন সুলতানা, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য হরে কৃষ্ণ মন্ডল জানান, তারা অধিকাংশ সময় স্কুলের ভেতরে এসে অকথ্য ভাষায় গালি দেয়। স্থানীয় ইন্দ্রজীৎ মন্ডলের পুত্র আশুতোষ মন্ডল ও জগন্নাথ মন্ডলের পুত্র নিতাই মন্ডল জানান, যেখানে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে তার পেছনেও স্কুলের ভোগ দখলীয় রেকর্ডীয় জমি এবং ৫০ শতকের মধ্যে ৪৭ শতক জমি তাতে ৩ শতক জমি কম আছে। এই জমির বিষয় শুক্রবার নজরুল সরদার ও ইসরাফিল ইসলাম বাবু থানায় অভিযোগ দিলে এ এস আই রেজা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং বাদীদের শনিবার আমিন নিয়ে আসার কথা বলেন। কিন্তু তারা আমিন না নিয়ে এসে বাঁধা এবং হুমকি দিচ্ছে। বিষয়টি চরম আকার ধারন করার আগেই নিস্পত্তির জন্য জনপ্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।