বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করলেন এবিএম মোস্তাকিম
আশাশুনিতে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করলেন এবিএম মোস্তাকিম
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অপ বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেরা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। এর আগে প্রশিক্ষনার্থীদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যুবউন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলামের উপস্থাপনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবিএম মোস্তাকিম বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষিত বেকার যুবক-যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি ক্ষুধা-দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ গড়তে সকল সেক্টরে প্রত্যেক পরিবার থেকে পর্যায়ক্রমে বেকার যুবকদের অগ্রাধিকার দিচ্ছেন। তিনি আরও বলেন, যুবকরা যাতে বিপথগামী না হয়, সে জন্য উন্নত প্রশিক্ষন নিয়ে আতœনির্ভরশীল হওয়ার জন্য সকল যুব ও যুব মহিলাদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বেকার যুবকদের কথা ভেবে যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা বিভাগের মধ্যে শুধুমাত্র আশাশুনি উপজেলাকে ন্যাশনাল সার্ভিসের আওতায় আনতে পারায় ভূয়ষি প্রশংসা করেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, সহকারি পরিচালক আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, পিআইও সেলিম খান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন। যুব উন্নয়ন অধিদপ্তর টেকাব প্রকল্পের আওতায় আশাশুনিতে ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে উন্নত পদ্ধতিতে প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় উপজেলা পরিষদ চত্বরে একই সাথে ৪০ জন যুবক-যুবমহিলাকে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উচ্চ প্রশিক্ষিত প্রশিক্ষকবৃন্দ মাসব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করবেন বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানাগেছে।