বৃহস্পতিবার ● ২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » দাকোপে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি সম্বলিত প্যানা ছেড়ার অভিযোগে নবজাগ্রত যুব সংঘের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধন
দাকোপে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি সম্বলিত প্যানা ছেড়ার অভিযোগে নবজাগ্রত যুব সংঘের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধন
দাকোপ প্রতিনিধি
দাকোপের কামারখোলা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি সম্বলিত প্যানা ছেড়াকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে স্থানীয় সামাজিক সংগঠন নবজাগ্রত যুব সংঘের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ৬ নং কামারখোলা ইউনিয়নের কালীনগর বাজারে নবজাগ্রত যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবী করে বলেন, নবজাগ্রত যুব সংঘের বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি সম্বলিত প্যানা ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো হয়। কিন্তু কালীনগর বাজার এলাকায় টানানো প্যানা কামারখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিমাংশু সরকার ছিড়ে ফেলে দিয়েছে। সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত হিমাংশু সরকারের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। নবজাগ্রত যুব সংঘের সভাপতি প্রসেনজিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, ইউনিয়ন আ’লীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক মানস কুমার রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি লক্ষন রায়, ইউপি সদস্য মনি শিকদার, সমাজসেবক হরসিত রায়, নবজাগ্রত যুব সংঘের উপদেষ্টা চিত্তরঞ্জন রায়, শিক্ষক সুকল্যান রায়, বলরাম রায়, পতিতপবন রায়, সংগঠনের সাধারন সম্পাদক নিহার রায়, তন্ময় মন্ডল, অমর মন্ডল, সঞ্জয় মন্ডল, উত্তম মন্ডল, সুভেন্দু রায়, মিলন গাইন, শংকর মন্ডল, ধর্মেন্দু মন্ডল, মিঠু বিশ্বাস, স্বপ্না মন্ডল, জয়ন্তী মন্ডল, আ’লীগনেতা অসিত বরন মৃধা, অমর কৃষ্ণ রায়, শচীন্দ্রনাথ রায় প্রমুখ।