শনিবার ● ৪ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় মুক্তিযোদ্ধাদের পুর্নমিলনী
মাগুরায় মুক্তিযোদ্ধাদের পুর্নমিলনী
মাগুরা প্রতিনিধি :
মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রাম মুক্তিযোদ্ধাদের গ্রাম হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধে “হাজিপুর বাহিনীর” মুক্তিযোদ্ধারা বীরচিত ভুমিকা রাখেন। পাক বাহিনীর সাথে যুদ্ধে একই সাথে এ বাহিনীর ২৮ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। তবে এ ইউনিয়নের যে সকল মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন তারাও বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। যে কারনে জীবনের শেষ লগ্নে এসে সহযোদ্ধের মিলন মেলা ঘটাতে হাজিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধারে পুর্নমিলনী ও সমাবেশের আয়োজন করা হয়। হাজিপুর হাইস্কুল সংলগ্ন সাহিত্যিক ডা. লুৎফর রহমান আডিটোরিয়ামে শনিবার অনুষ্ঠিত এ সমাবেশে সভাপত্বি করেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালম মোল্লা। মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যার রুস্তম আলী, সাবেক উপ-সচিব মোশারফ হোসেন, আব্দুল হাই, মহম্মদ আলী, আব্দুল মান্নান, আবু বক্কার, সুধীর বিশ্বাস, কুমারেশ ধর প্রমুখ।
সমাবেশে বক্তারা যুদ্ধকালীন সময়ের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। একই সাথে দেশের স্বার্থে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সমাবেশ থেকে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা বিরোধীদের নামে থাকা বিভিন্ন সড়ক নামফলক ও স্থাপনার নামকরণ অপসারনের দাবী জানান।