রবিবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » কেশবপুরে কর্মসৃজন কর্মসুচি বঞ্চিতদের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান
কেশবপুরে কর্মসৃজন কর্মসুচি বঞ্চিতদের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে প্রকৃত হতদরিদ্র লোক সরকারের কর্মসৃজন কর্মসুচি হতে বাদ পড়েছে। বাদপড়া কর্মসুচি বঞ্চিত হতদরিদ্র দিনমজুরদের কর্মসুচিতে অন্তর্ভুক্তির দাবীতে গত কাল রোববার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার, ত্রাণ ও দর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয়, যশোর জেলা প্রশাসক ও সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর স্মরকলিপি প্রদান করেছে। স্মরকলিপিতে উলে¬খ করা হয়েছে কিছু কিছু স্বার্থন্বেষী^ জন প্রতিনিধিরা তাদের প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দসই যে সব লোকদেকে কর্মসুচির আওতায় এনেছেন তাদের অধিকাংশ লোকের প্রভাব প্রতিপত্তি রয়েছে। যার ফলে যারা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে ২০১৪ সালে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে নিজের জীবন বাজি রেখে ভোটের ময়দানে ঝাপিয়ে পড়েছিল সেই সব আওয়ামীলীগ পরিবারের হতদরিদ্র দিনমজুরগণ কর্মসুচি হতে বঞ্চিত হয়েছে। তাই হতদরিদ্র দিনমজুর প্রকৃত বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকদের কর্মসুচিতে অন্তর্ভুক্তির দাবীতে বিভিন্ন দপ্তরে স্মরকলিপি প্রদান করেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির বলেন স্মরকলিপি পেয়েছি তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।