সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » সাহিত্য » কাজী নওশাদ হোসেন এর ২টি কবিতা
কাজী নওশাদ হোসেন এর ২টি কবিতা
মানবতা
তোমাকে যদি আঘাত করে কেহ-
তুমি কর তাহা জমা।
প্রতিদানে তুমি বল শুধু তারে-
করিয়াছি তব ক্ষমা।
যদি তোমাকে দু’চড় মারে কেহ-
দুটি কটু কথা বলে।
কিছুই বোলনা দেখবে সে জন-
লুটিবে চরণ তলে।
নিজে যদি তুমি থাক অনাহারে-
তাতে কিবা বল দুখ।
অপরের সুখে অন্ন তুলে দাও-
পাবে তাতে মহা সুখ।
নিজের দুঃখে কাতর না হয়ে
পরের ব্যাথায় কাঁদ।
পরের দুঃখ নিজের ভাবিয়া
ব্যাথা ভরা সুর সাধ।
তোমা হতে যেন কেহ কোন দিন-
ব্যাথা নাহি পাই মনে।
আত্মত্যাগের অপর মহিমায়-
বড় হবে সভাজনে।
জীবন ভরিয়া জীবের সেবা-
করে যাও অকাতরে।
তোমার জন্য নাহি বা কেহ হল-
তুমি সকলের তরে।
ছন্দের খাতা
আমার রঙে রঙিন হবে
আমার ছন্দের খাতা।
ভালোবেসে লিখব সেথায়
আমার মনের কথা।
লিখব সবই যতন করে
পড়বে যাহা মনে।
বন্ধু আমার ছন্দ হবে
জানবে অনেক জনে।
বন্দু আমার ছন্দ………
তোমরা কি কেও জানো?
সে কিছু নয় একদম মন্দ।
সে করে না কারোর সাথে মারামারি
কিন্তু, আনন্দ দেই
অনেক তাড়াতাড়ি।
অনেকেই বলে আমায়, কি আছে এই ছন্দে?
তাদেরকে বলি আমি
পড়ো তোমরা মনে দিয়ে
বুঝবে সবই কি আছে সেথায়,
আমার ছন্দ লেখা-বৃথা নাহি ভাই।