মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ার চুকনগরে বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘষে নিহত-১, আহত-৯
ডুমুরিয়ার চুকনগরে বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘষে নিহত-১, আহত-৯
ডুমুরিয়া প্রতিনিধিঃ ডুমুরিয়ার চুকনগরে যাত্রীবাহীবাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী সোহাগ হোসেন (২৬), এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ৯জন বাসযাত্রী। নিহত ব্যক্তি কেশবপুর উপজেলার পাথরা গ্রামের অবেদ আলী মোড়লের পুত্র। অহতদের মূমুর্ষু অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নন্দীপাড়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাযায়, চুকনগর শেখ মেশিনারী শোরুমের কর্মচারী সোহাগ হোসেন প্রতিদিনের ন্যয় খুলনা উত্তরা মটরস্ থেকে ১টি নতুন মটরসাইকেল চুকনগর শো-রুমে নিয়ে যাচ্ছিল। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী বেপরোয়া গতি সম্পন্ন খুলনা মেট্রো- জ-১১-০১০৬ যাত্রীবাহী বাসটি মটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। বাসটিও নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে গিয়ে ৯জন যাত্রী গুরুতর আহত হন। আহতরা সাতক্ষীরার আশাশুনি এলাকার তরিকুল ইসলাম (২৬), মরিয়ম বেগম (২৪), মহাসিন আলম (২৯), সাতক্ষীরা সদরের মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (৪৫), শামসুর রহমান (৪২), ডুমুরিয়ার আব্দুল মালেক শেখ (২৭), কেশবপুরের দিপংকর হালদার (৩৮), কালীগঞ্জের রোস্তম আলী (২৭), বটিয়াঘাটার কবরী মন্ডল (১৬) প্রচন্ড আঘাতে হাত-পা, মাথা ভেঙ্গে চুরে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিন জনের অবস্থা ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানাযায়। চুকনগর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এস.আই সাফুর আহমেদ জানান, ঘাতক বাসটি ঘটনাস্থলে পড়ে আছে। এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া উপজেল পরিষদ চেয়ারম্যান খাঁন আলী মুনসুর ঘটনা স্থলে আসেন। এ সময় তিনি নিহত ও আহত পরিবারের সদস্যদের সমবেদনা ও সান্তনা দেন।