মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাটকেলঘাটায় জাগরণী চক্র শিক্ষা প্রকল্প (এবিএল স্কুল) পরিদর্শনে দক্ষিণ এশিয়া শিক্ষাবিষয়ক প্রধান উর্মিলা সরকার
পাটকেলঘাটায় জাগরণী চক্র শিক্ষা প্রকল্প (এবিএল স্কুল) পরিদর্শনে দক্ষিণ এশিয়া শিক্ষাবিষয়ক প্রধান উর্মিলা সরকার
মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা ॥
দাতা ইউনিসেফ’র অর্থায়নে জাগরণী চক্র ফাউন্ডেশন (এবিএল স্কুল) এডুকেশন ইকুইটি ফর আউট অব স্কুল চিল্ড্রেন এই প্রজেক্ট লক্ষ্যে ঝরে পড়া শিশু,স্কুল থেকে দূরে থাকা শিশুদের শিক্ষায় আলোয় আলোকিত করা । তারই অংশ হিসেবে বর্তমান সরকারের শতভাগ শিক্ষা গ্রহনে এই প্রকল্প নিরলস ভাবে কাজ করে যাওয়ায় জাগরণী চক্র শিক্ষা প্রকল্পের লক্ষ্য । শিক্ষাবান্বব সরকারের মহতী উদ্যেগে কাজ চালিয়ে যাচ্ছে এডুকেশন ইকুইটি ফর আউট অব স্কুল চিল্ড্রেন প্রকল্পটি । মঙ্গলবার সকল ১১টায় পাটকেলঘাটা ওভারব্রীজ এবিএল স্কুলে সার্বিক অগ্রগতি পরিদর্শনে আসেন ইউনিসেপ’র দক্ষিণ এশিয়া শিক্ষাবিষয়ক প্রধান উর্মিলা সরকার,এডুকেশন চিপ বাংলাদেশ পাওয়ান কচিটা, ইউনিসেপ বাংলাদেশ ম্যানেজার মোঃ মহাসিন আলি,খুলনা বিভাগীয় জাগরণী শিক্ষা প্রজেক্ট প্রধান কৌপিল উদ্দীন,জাগরণী শিক্ষা প্রজেক্ট্র এবিএল খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তা তানভীরুল ইসলাম,প্রকল্পের কর্মসূচী-১ ডিরেক্ট্রর সেলিম চেীধুরী । এছাড়াও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রজেক্ট্র ডিরেক্ট্রর মোঃ ফিরোজ রহমান,তালা উপজেলা কো-অর্ডিনেটর নাজমা খাতুন,উপজেলা এডুকেশন অফিসার নিলিমা খাতুন,্অর্গানাইজার শহিদুল ইসলাম,শিক্ষক নারগীস নাহার প্রমুখ। দক্ষিণ এশিয়া শিক্ষাবিষয়ক প্রধান উর্মিলা সরকার বলেন, আমি খুরই অবিভূত এই প্রকল্পের যে উদেশ্য সেটা বাস্তাবিত হতে চলছে ।