শনিবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » তালায় দিন মজুর মিন্টু গাছ থেকে পড়ে পঙ্গুত্ব জীবন যাপন,দেখার কেউ নেই
তালায় দিন মজুর মিন্টু গাছ থেকে পড়ে পঙ্গুত্ব জীবন যাপন,দেখার কেউ নেই
ভ্রাম্যমান প্রতিনিধি-তালা
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না- শিল্পীর গানের কথার মতো অভাব অনাটনের তাড়নায় চরম হতাশায় দিনাতিপাত করছেন তালার শিবপুর গ্রামের নজরুল মোড়লের পুত্র মিন্টু মোড়ল (৩৩)। মিন্টু মোড়ল অভাবের তাড়নায় নিজের এলাকায় সকলের বাড়িতে পেটে ভাতে কাজ করতো। গাছে ওঠা সহ প্রায় বাড়িতে পেটের দায়ে তার বিচরণ দেখা মিলত। জন্মের ১ বছর পর তার মা মারা যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস মা মরতে না মরতেই অভাবের সংসারে সৎ মায়ের আর্বিভাব হয় এবং পিতা সৎ মাকে নিয়ে ভারতে চলে যায় সেখানে আজও আছে। সেই থেকে মিন্টু একা জীবন যুদ্ধে অন্যের বাড়িতে একমুঠো ভাতের জন্য কাজে নেমে পড়ে। যার কাজ তার বাড়িতেই চলতো নাওয়া খাওয়া থাকা সবকিছুই তার নিজস্ব কোন ঘরবাড়ি নেই আছে একটি মামার বাড়ি তারাও সেভাবে দেখে না। এভাবেই কাটছিল মিন্টুর জীবনের গল্প। হঠাৎ মাস দুয়েক আগে স্থানীয় সন্তোষ পালের বাড়িতে কাজ করতে গিয়ে অসাবধানবশত নারকেল গাছ থেকে পড়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঐ সন্তোষ পাল চিকিৎসার খরচ বহন করলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্রয়োজন আরও অনেক অর্থের। নুন আনতে যার পানতা ফুরায় সেই অবিবাহিত মিন্টুর এখন দেখার যেন কেউ নেই। একটি হুইল চেয়ারে বসে ভিক্ষা করে রাস্তাঘাটেই কোনো মতে পড়ে আছেন একটি হুইল চেয়ার তার সম্পদ,আর কিছুই নেই। জীবনের কাছে কে বা হারতে চায়। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য করুণ আর্তনাদ জানিয়েছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন তবে ০১৭১৬-৩৩২০৪৩ নাম্বারে বিকাশ সহ যোগাযোগের অনুরোধ রইল।