রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
নড়াইল প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ……………………..।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায়,,, নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খুলনা রেঞ্জের উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, সংরক্ষিত সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি,,,,, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম,,,, নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, ,,,,,,,,,, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু,,,,,,,,,।
এদিকে, ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে বিভাগীয় কমিশনার আবদুস সামাদের নিকট,,,, লাখ ,,,টাকা চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ,,,,,,,। জানা যায়, নড়াইল জেলা দেশের প্রথম ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে। নড়াইলের ৭৯৮জন ভিক্ষুকের কেউ আর ভিক্ষা করেন না। এর মধ্যে ২০জন দৃষ্টিহীন, দু’জন বধির ও দু’জন বোঁবাসহ বিভিন্ন পর্যায়ের ৩৯জন প্রতিবন্ধীব্যক্তি আছেন। সবমিলিয়ে ৭৯৮জন ভিক্ষুকের হাত এখন কর্মীর হাতে পরিণত হয়েছে।