রবিবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রযুক্তি » আইসিটি ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন প্রতিযোগিতায় পাইকগাছার শাকিবা’র কৃতিত্ব
আইসিটি ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন প্রতিযোগিতায় পাইকগাছার শাকিবা’র কৃতিত্ব
এস ডব্লিউ নিউজ ॥
দেশে প্রথম বারের মতো মেয়েদের জন্য আয়োজিত আইসিটি ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন- ২০১৭ প্রতিযোগিতায় স্বাস্থ্য বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন পাইকগাছার কৃতি সন্তান শাকিবা-ই-নূর। গত শুক্র ও শনিবার ঢাকার আইডিইবি ভবনে প্রতিযোগিতার আয়োজন করেন আইসিটি মন্ত্রণালয় ও উইমেন ডিজিটাল। প্রতিযোগিতায় পরিবেশ, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা, ই কমার্স সহ ৯টি বিভাগে সারা দেশ থেকে ৪শ টি টিম অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় মা এবং বাচ্চার শরীরের সঠিক যতœ নেয়ার সহায়ক হিসাবে কাজ করে এমন এন্ড্রোয়েড এপ্লিকেশন তৈরী করে স্বাস্থ্য বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন ইউল্যাব ইউনিভার্সিটির সিএসই বিভাগের মেধাবী শিক্ষার্থী শাকিবা-ই-নূর। এ কৃতিত্বের জন্য আয়োজকদের পক্ষ থেকে শাকিবাকে প্রদান করা হয় ব্রোঞ্চের মেডেল ও নগদ ৩০ হাজার টাকা। শাকিবা পাইকগাছা উপজেলা সদরের সরল গ্রামের আনোয়ার ইকবাল মন্টুর মেয়ে ও বাতিখালী গ্রামের শেখ ফয়সাল হোসেনের স্ত্রী। প্রতিযোগিতা প্রসঙ্গে শাকিবা জানান, মেয়েদের জন্য এ ধরণের প্রতিযোগিতা দেশে এটাই প্রথম। প্রতিযোগিতায় স্বাস্থ্য বিভাগের আমার টিমে আমি একাই ছিলাম। ৩৬ ঘন্টা কোডিং করে গর্ভবতি মা ও নতুন মা’দের জন্য এন্ড্রোয়েড এপ্লিকেশন তৈরী করে দ্বিতীয় স্থান অধিকার করি। এটি খুব শীগ্রই প্লেস্টোরে পাওয়া যাবে উল্লেখ করে এ কৃতিত্বের জন্য শাকিবা বলেন, প্রতিযোগিতার জন্য স্বামী ফয়সালের সর্বত্বক সহযোগিতা ছিল।