সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » পাইকগাছায় যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও স্ত্রী নির্যাতনের অভিযোগ
পাইকগাছায় যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও স্ত্রী নির্যাতনের অভিযোগ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় যৌতুক লোভী এক স্বামীর বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু স্বামী সহ ৩জনকে আসামী করে আদালতে মামলা করেছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের জয়নাল সরদারের মেয়ে মুসলিমা খাতুনের গত ২২/৬/২০১৬ তারিখে পাশ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের মুজিবর রহমান ফকিরের ছেলে মারাদুল ইসলাম সবুজের সাথে বিয়ে হয়। বিয়ের সময় মারাদুল ৮০ হাজার টাকা দেন মোহর সহ ৫০ হাজার টাকার উপকরণ গ্রহণ করে। এর কিছুদিন পর বিদেশে যাওয়ার কথা বলে মারাদুল স্ত্রীর পিতা-মাতার কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবী করে। এ টাকা দিতে ব্যর্থ হওয়ায় মারাদুল স্ত্রীকে মারপিট করে পিতৃলয়ে পাঠিয়ে দেয়। পরে মুসলিমার পিতা-মাতা মেয়ের সুখের কথা চিন্তা করে জামাইকে ২ লাখ টাকা যৌতুক প্রদান করেন। পরে আবারও ২ লাখ টাকা যৌতুক দাবী করলে দিতে না পারায় স্ত্রীকে মারপিট করে তাড়িয়ে দেয়। পিতার বাড়ীতে ৩-৪ মাস অবস্থান করার পর সুচতুর মারাদুল শ্বশুর বাড়ীতে গিয়ে সমিতি থেকে ঋণ লইবে এই মর্মে স্ত্রী মুসলিমার কাছ থেকে অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়ে পরবর্তীতে প্রতারণার মাধ্যমে ষ্ট্যাম্পটি তালাকনামা হিসাবে ব্যবহার করেন। এ ঘটনায় গত ৭ ফেব্র“য়ারি মুসলিমা বাদী হয়ে স্বামী মারাদুল, শ্বশুর মুজিবর ও শ্বাশুড়ী তহমিনা বেগমকে আসামী করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেছে। যার নং- সিআর ৭৬/১৭।