বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » শোভনালীতে ভূমিহীনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ
শোভনালীতে ভূমিহীনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনির শোভনালী ভূমিহীনদের অধিকার বাস্তবায়ন, আ’লীগ নেতা কর্মী ও ভূমিহীনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ আটক ভূমিহীন নেতার মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার শোভনালী ইউনিয়নের চাম্পাফুল মাধ্যমিক বিদ্যাপিঠের সমানে মেইন রোডে ভূমিহীন সমিতি ও ইউনিয়ন বাসির আয়োজনে ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন, সমিতির ইউনিয়ন উপদেষ্টা তমেজ উদ্দিন সরদার। ‘দুনিয়ার মজদুর এক হও, অধিকার আদায়ে লড়াই কর” এ শ্লোগানকে সামনে রেখে এবং ভূমিহীন উপদেষ্টা যুবলীগ নেতা এমএম সাহেব আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি, জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি ও ভূমিহীন সমিতির উপদেষ্টা মোল্যা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ সরোয়ার শেলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী সালাউদ্দীন বকুল। বক্তব্য রাখেন আ’লীগ নেতা সুবোধ স্বর্ণকার, যুবলীগ নেতা গাজী গিয়াস উদ্দীন, রিপন হোসেন, ভূমিহীন উপদেষ্টা রমজান বৈদ্য, শফিকুল ইসলাম ভূট্টো প্রমূখ। সমাবেশে বক্তাগন শোভনালী ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ ভূমিহীনদের নামে ভূমিসন্ত্রাস, চাঁদাবাজ বশির আহম্মেদ তার বাহিনী মহিদ হাজরা ও আমিরুল কর্র্তৃক মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে বাহিনীদের গ্রেফতার, ভূমিহীন নেতা সাবেক ইউপি সদস্য হাবিবুল্লাহ বৈদ্য সহ আদককৃত সকল ভূমিহীনদের নিঃস্বার্থ মুক্তি, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার খাস জমিতে ভূমিহীনদের অগ্রাধিকার বাস্তবায়ন সহ বিভিন্ন দাবী তুলে ধরেন। বক্তাগন অবিলম্বে এ সব দাবী না মানা হলে আন্দোলন আরো বেগবান ও দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন। তারা প্রধান মন্ত্রী সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।