রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আনুলিয়ায় এক লম্পটের আক্রমনে মা-মেয়ে সহ আহত-৩, আটক-১
আনুলিয়ায় এক লম্পটের আক্রমনে মা-মেয়ে সহ আহত-৩, আটক-১
আশাশুনি /আনুলিয়া প্রতিনিধি: আশাশুনির আনুলিয়ায় এক লম্পটের আক্রমনে মা-মেয়ে সহ উদ্ধারকারি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। লম্পটকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। থানা ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার আনুলিয়া ইউনিয়নের নাকাগোদারঘাট গ্রামের কামাল হোসেন গাজীর স্ত্রী লিপিকা খাতুন তার স্কুল পড়–য়া (১৪) ও ৪মাস বয়সি শিশু কন্যাকে নিয়ে শনিবার বিকালে আনুলিয়া বাজারে জামা কাপড় ক্রয় করতে যায়। বাড়ী ফেরার পথে জনৈক মুনছুর গাজীর বাড়ীর নিকট পৌছালে আনুলিয়া গ্রামের আব্দুল গফুর গাজীর পুত্র একাধিক বিবাহকারী লম্পট জিনারুল গাজী (৩৫) ফাঁকা পেয়ে ভয় দেখিয়ে উক্ত স্কুল পড়–য়া (১৪) কন্যাকে জোর পূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে কামড়ে ক্ষত-বিক্ষত করে। কন্যার মা ও পার্শ্ববর্তী জনৈক তরিকুল ইসলাম বাঁধা দিতে গেলে লম্পট তাদেরও হাতে থাকা দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারত্মক জখম করে। তাদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এলে লম্পট জিনারুল পালানোর চেষ্টা করলে জনগন তাকে ধরে পুলিশে খবর দেয়। এসআই সুধাংশু কুমার ঘটনাস্থল থেকে উক্ত লম্পটকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এব্যপারে কন্যার পিতা কামাল হোসেন বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনে লম্পট জিনারুলকে আসামী করে ০৭(০২)১৭নং মামলা দায়ের করেছেন। আহতরা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং লম্পটকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।