মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মানুষের নিরাপত্তায় সরকার টেকসই বাঁধ নির্মান প্রকল্প গ্রহন করেছে
মানুষের নিরাপত্তায় সরকার টেকসই বাঁধ নির্মান প্রকল্প গ্রহন করেছে
দাকোপ প্রতিনিধি
পদœা সেতু নিয়ে মিথ্যাচার করে বিশ্বব্যাংক বিশ্ববাসীর কাছে বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন করেছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাঁদেরকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। বিশ্বব্যাংক নিশ্চয় তাদের ভুল বুঝতে পেরেছে। তারা আমাদের উন্নয়নের সহযোগী তাই শুধু ক্ষমা চাইলে হবে না, ক্ষতিপূরণও দিতে হবে।
গতকাল সোমবার সকালে দাকোপের নদী ভাঙন এলাকা পরিদর্শনে গিয়ে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশিদ এ কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের সার্বিক উন্নয়নের পাশাপশি দক্ষিন-পশ্চিমাঞ্চলের অবহেলিত গ্রামাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন নতুন সেতু, ব্রীজ কালবার্ট নির্মাণ হয়। মানুষের বসবাসের নিরাপত্তা দিতে বর্তমান সরকার টেকসই বাঁধ নির্মান প্রকল্প গ্রহন করেছে। তিনি গতকাল সোমবার দাকোপের কালাবগী, নলিয়ান, গুনারী, কালিবাড়ী, কামিনিবাসিয়া, খোনা, জালিয়াখালী, সুতারখালী, পানখালী এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে কালাবগী এম এ মালেক সাহেবের হ্যাচারীতে উপস্থিত স্থানীয় জনতার উদ্দেশ্য উপরোক্ত কথা বলেন। সুতারখালী ইউপি আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রঘুনাথ রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, জেলা আ’লীগনেতা ও জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, জেলা পরিষদ সদস্য কে এম কবীর হোসেন, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক এম এ মালেক জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ ফরিদ আহম্মেদ, শাহাবুদ্দিন গাজী, ইউপি চেয়ারম্যান শেখ হাদিউজ্জামান হাদি, জেলা সৈনিক লীগের সভাপতি এস এম ফরিদ রানা। বক্তৃতা করেন সুতারখালী ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক জি এম জুলফিক্কার গাজী জুলু, চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়, সানি রহমান, ইমরান হোসেন ইমু, শিমুল গাজী, মনিরুল ইসলাম, বিপ্লব মন্ডল, রফিকুল ইসলাম, আকাশ আহম্মেদ, ইয়াসিন গাজী, মৃনাল মল্লিক, মনোজ বাছাড় প্রমুখ।