বৃহস্পতিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » আশাশুনিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আশাশুনিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’১৭ পালিত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২.০১মি. আশাশুনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা পরিষদ ও প্রশাসন এর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা সহ বিভিন্ন অফিস প্রধানগন, মুক্তিযোদ্ধা সংসদ, আশাশুনি থানা, উপজেলা আ’লীগের সভাপতি নেতৃত্বে ও সম্পাদকের নেতৃত্বে আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠন পৃথক পৃথক ভাবে, আশাশুনি প্রেসক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ, আশাশুনি ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ, সদর ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আশাশুনি সরকারি কলেজ, মহিলা কলেজ, আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ৭টায় বিভিন্ন অফিসের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, স্কুল, কলেজ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহনে বর্ণাঢ্য প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শহীদ পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে কবিতা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় মুক্তিযোদ্ধা র্কালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশ দূর্নীতি কমিশনের উদ্দোগে, যশোর কেশবপুরের সততা নাট্যগোষ্টির পরিচালনায় ও পরিবেশনায় দূর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক নাটক ‘বিশের বিষ’ পরিবেশিত এবং বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। ইউএনও সুষমা সনুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালাদেশ দূর্নীতি কমিশন, খুলনা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ আবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপ-সহকারি পরিচালক ফয়সাল কাদের, আশাশুনি সরকারি কলেজের অফিসার ইনচার্জ আল. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, অধ্যক্ষ চিত্ত রঞ্জন ঘোষ। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্যতায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হওয়ার খবর পাওয়া গেছে।