বুধবার ● ১ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » তালায় বিশিষ্ট ঠিকাদার বাবু কল্যাণ বসুর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুধর্ষ ডাকাতি সংগঠিত, ১০লক্ষ টাকার মালামাল লুট
তালায় বিশিষ্ট ঠিকাদার বাবু কল্যাণ বসুর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুধর্ষ ডাকাতি সংগঠিত, ১০লক্ষ টাকার মালামাল লুট
বাহারুল ইসলাম - তালা:
তালায় বিশিষ্ট ঠিকাদার বাবু কল্যাণ বসুর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুধর্ষ ডাকাতি সংগঠিত । নগত টাকা স্বর্ণালংকার সহ ১০লক্ষ টাকার মালামাল ডাকাত দল নিয়ে গেছে । জানাগেছে, গত ২৮শে ফেব্রুয়ারী দিবগত রাত্র অনুমান ২টার সময় তালার খলিলনগর ইউনিয়নের চাপানঘাট গ্রামের বিশিষ্ট ঠিকাদার ও ব্যাবসায়ী বাবু কল্যাণ বসুর দোতালা ভবনের নিচতলার লোহার গেটে তালা দেওয়া ছিল । তালার মধ্যে কেমিক্যাল দিয়ে তালা খুলে ফেলে ১০-১২ জনের একটি ডাকাত দল তার রুমে প্রবেশ করে তাকে দেশীয় অস্ত্র শাবল, রামদা, হাশুয়া সহ মারাতœক ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ডাকাতি শুরু করে । পাশের রুমে লিলিমা বসু (৬০) কে জিম্মি করে দোতালায় থাকা ঠিকাদারের পুত্র দেবাশীষ বসু (২৮) কে লিলিমার মাধ্যমে ডেকে তুললে সে ডাকাত দলকে দেখেই তার হাতে থাকা মোবাইল দিয়ে ১ জন ডাকাতকে স্বজরে আঘাত করে । অপর এক ডাকাত ছুটে সে দিবাশীষ কে চড় থাপ্পড় মারতে থাকলে আরএকজন ডাকাত এসে মারপিট করতে নিষেধ করে ।
ঠিকাদার কল্যাণ বসুকে চোখ, মুখ ও হাতপা বেধে রাখে ডাকাত দল। প্রায় সোয়া ৩টা পর্যন্ত দীর্ঘ সময় ডাকাতি কালে মাঝে মাঝে কল্যাণ বাবুর কাছে জানতে চাচ্ছে কাকা ব্যাথা পাচ্ছেন নাতো ? । নগত ৬০হাজার টাকা ২০ ভরি স্বর্ণ নিয়ে গেছে ডাকাত দল । ডাকাতি কালে পরিবারের সাথে যে আচারণ করেছে তাতে এলাকাবাসী মনে করে স্থানীয়রা জড়িত রয়েছে । তালা থানার এজাহারে বাবু কল্যাণ বসু উল্লেখ করেছেন ২০ থেকে ৪০ বৎসরের যুবকরা এই ডাকাতির সাথে জড়িত রয়েছে । স্থানীয় ডাকাতরা পাহারারত ছিল বহিরাগত ডাকাতরা ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে সমস্ত আলমারী, সোকেচ তছনছ করে ফেলে।
এ সংক্রান্তে কল্যাণ বসু বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ আসামীদের নামে এজাহার দায়ের করলে তালা থানা অফিসার ইনচার্জ ডাকাতি মামলা হিসাবে রেকর্ড করেন মামলা নং ১ তারিখ-১.০৩.১৭ ধারা ৩৯৫/৩৯৭। পুলিশ কঠোর হস্তে অপরাধী দমন না করলে আইন শৃঙ্খলা চরম অবনতির আংশকা রয়েছে ।