বুধবার ● ১ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় শ্রমিক ধর্মঘটে চরম দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ
পাইকগাছায় শ্রমিক ধর্মঘটে চরম দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ
এস ডব্লিউ নিউজ ॥
শ্রমিকদের ডাকা চার দিনের ধর্মঘট শেষে সাধারণ মানুষের মধ্যে সস্তি ফিরে পয়েছে। বুধবার বিকাল ৩টা পর্যন্ত সবধরণের যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সকালে কিছুটা হলেও যাতায়াতে দূর্ভোগে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। তবে সারাদেশে ধর্মঘট প্রত্যাহার করায় বিকাল ৩টার পর সবধরনের যানবাহনের চলাচল শুরু হয়।
উল্লেখ্য, শ্রমিকদের ডাকা ধর্মঘটের অংশ হিসাবে বুধবার বিকাল ৩টা পর্যন্ত এলাকার সর্বত্রই কঠোরভাবে ধর্মঘট পালিত হয়। স্থানীয় বাস শ্রমিকরা সকালে জিরোপয়েন্ট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। অপরদিকে দলবদ্ধ হয়ে বিক্ষুদ্ধ শ্রমিকদের বাসষ্ট্যান্ড, জিরোপয়েন্ট ও তেলপাম্প এলাকায় পিকেটিংও করতে দেখা যায়। এ সময় প্রায় সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন এসএসসি পরীক্ষার্থীরা। অনেককেই পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা যায়। আবার দূরের কেন্দ্রের অনেক পরীক্ষার্থীকে যানবাহনের জন্য সড়কে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এছাড়া ঢাকাগামী পরিবহন, পাইকগাছা-খুলনা রুট, পাইকগাছা-কয়রা রুট সহ সকল রুটে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েন সাধারণ মানুষ।