বৃহস্পতিবার ● ২ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরা জেলা প্রশাসককে দক্ষিন বাংলা অনলাইন নিউজ পোর্টালের সম্মাননা
সাতক্ষীরা জেলা প্রশাসককে দক্ষিন বাংলা অনলাইন নিউজ পোর্টালের সম্মাননা
মোঃ নুর আলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন ‘দক্ষিন বাংলা’ অনলাইন নিউজ পোর্টাল’র সাংবাদিকবৃন্দ। বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ‘দক্ষিন বাংলা’ অনলাইন নিউজ পোর্টাল’র সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সাথে মতবিনিময়কালে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক। তথ্য প্রযুক্তির যুগে সবার আগে সর্বশেষ সংবাদ জানতে বিশেষ ভুমিকা রেখে চলেছে অন লাইন নিউজ পোর্টালগুলো। এসময় তিনি আরো বলেন, সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে এ জেলার সাংবাদিকবৃন্দ। আগামী দিনে এ জেলার নানামুখী উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন অর্জন দেশ ও জাতির সম্মুখে তুলে ধরতে হবে। তিনি পেশাগত দক্ষতা অর্জনে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, এডিএম সৈয়দ ফারুক আহমেদ, দক্ষিন বাংলা নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, সহ-সম্পাদক শেখ রবিউল ইসলাম, বার্তা সম্পাদক শেখ রুবেল আলী, দরগাহপুর প্রেসক্লাবের সভাপতি শেখ হিজবুল্লাহ, সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েসন সাধারন সম্পাদক ও দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, ডি.বি. রিপোটর্স ক্লাবের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, দক্ষিন বাংলা’র নিজস্ব প্রতিনিধি এম.এম নুর আলম, ভ্রাম্যমান প্রতিনিধি শেখ আরাফাত, বড়দল প্রতিনিধি মুকুল শিকারী, শালিকা প্রতিনিধি মো: মোমরেজ আলম, সাংবাদিক শেখ হাবিবুর রহমান, এম.এম হাসানুজ্জামান, শেখ হাসানুর আলী, শেখ মিঠুন আলী প্রমুখ। পরে ২০১৭ সালের বইমেলায় প্রকাশিত ‘বঙ্গবন্ধু বাঙ্গালি জাতি’ গ্রন্থ’র সম্পাদক অধ্যক্ষ শেখ আব্দুল্লাহ’র প্রকাশিত বইটি জেলা প্রশাসক’র হাতে তুলে দেন সাংবাদিক শেখ হিজবুল্লাহ।