বৃহস্পতিবার ● ২ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে খুদে শিক্ষার্থী সাগর মারাত্মক আহত
ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে খুদে শিক্ষার্থী সাগর মারাত্মক আহত
ডুমুরিয়া প্রতিনিধি ঃ
খুলনার ডুমুরিয়ায় ছাদের পরে খেলতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে সমস্ত শরীর ঝলসে গুরুতর আহত হয়েছে ক্রিয়েশন কিন্ডার গার্টেনের খুদে শিক্ষার্থী সাগর সরদার(৮)। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ডুমুরিয়া মহিলা কলেজের পাশে শফিকুল ইসলামের অসমাপ্ত একতলা দালানের ছাদের উপরে এঘটনা ঘটে। এলাকাবাসী ও হাসপাতাল সুত্রে জানা যায়, ডুমুরিয়া মহিলা কলেজ সংলগ্ন বরফ মিলের পাশে স্থানীয় শাহিনুর সরদারের ছেলে ক্রিয়েশন কিন্ডার গার্টেনের খুদে শিক্ষার্থী সাগর সরদারসহ কয়েকজন শিশু একটা অসমাপ্ত একতলা দালানের ছাদের উপর খেলতে ওঠে। কিন্তু দালানের উপর দিয়ে পাশের কাইয়ুম জমাদ্দরের ইটভাটায় হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইন নেয়া হয়েছে। ঘটনার সময় ছাদের উপরে খেলতে ওঠা অবুঝ শিশু সাগর না বুঝেই হাই ভোল্টেজের ওই বৈদ্যুতিক তারে হাত দেয়। মুহুর্তেই বিদ্যুত ফায়ারিং হয়ে শিশুটির সমস্ত শরীর ঝলসে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগর আশঙ্কা মুক্ত নয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। ভবনের মালিক দলিল লেখক শফীকুল ইসলাম মোল্যা বলেন, আমার জমির উপর দিয়ে ব্যাক্তিগতভাবে কাইয়ুম জমাদ্দার তার ইট ভাটায় বিদ্যুত লাইন টেনে নিয়েছে। গত ২ বছর ধরে বিদ্যুত অফিসে তার সরানোর জন্য আবেদন করেও কাজ হয়নি। এ প্রসঙ্গে খুলনা পল্লী বিদ্যুত সমিতি বোর্ডের ডুমুরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাশার বলেন, আবেদন ফেলে গেলেই সব হয়না। নিজেরদেরকেও সোচ্ছার হয়ে কাজ আদায় করে নিতে হবে।