শুক্রবার ● ৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ডুমুরিয়ায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ! প্রতিবন্ধীদের টাকা আত্মসাত
ডুমুরিয়ায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ! প্রতিবন্ধীদের টাকা আত্মসাত
ডুমুরিয়া প্রতিনিধি ঃ ডুমুরিয়ার চুকনগরে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ও প্রতিবন্ধীদের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা ও বিধি মোতাবেক ৭নং গোবিন্দকাটি ও ৯নং কুলবাড়িয়া এলাকার অসহায় ও পঙ্গুদের ভাতা প্রদানের দিন ধার্য করা হয়। সেইদিনই সকালে নির্ধারিত সময়ে ২টি গ্রাম থেকে আগত পঙ্গুরা ব্যাংকের সামনে হাজির হয়। কিন্তু ব্যাংক কর্মকর্তা সিনিয়র অফিসার সুরেশ গাইন এর অবহেলা ও অনিচ্ছার কারণে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল হলেও মেলেনি পঙ্গুদের পঙ্গুভাতা। শুধুমাত্র এটাতেই ক্ষান্ত নয় ব্যাংক কর্মকর্তা সুরেশ গাইন। সুরেশ গাইন কর্তৃক পঙ্গুদের অকাট্য ভাষায় গালিগালাজসহ তাদের শরীরে পর্যন্ত হাত তুলতে পিছপা হননি এই ব্যাংক কর্মকর্তা সুরেশ গাইন। এছাড়াও তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে অন্যতম বিগত পঙ্গুভাতার সময়ে ১, ২ ও ৩নং ওয়ার্ড হইতে ডাবল টিপসহি দিয়ে সর্বমোট ৩৫ জনের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
দেশ যখন উন্নয়নের সিঁড়ি পার হচ্ছে ঠিক তখনই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এসব কুচক্রি, অসৎ অর্থলোভীদের কারণে উন্নয়ন প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। ঘটনার তদন্তে সরাসরি পৌছানোর পর জানতে পারলাম ব্যাংক কর্মকর্তা সুরেশ গাইনসহ অগ্রণী ব্যাংক চুকনগর শাখায় কর্মরত সকল কর্মকর্তার অমানুষিকতার গল্প। গতমাসে মৃত জনৈক দীপু বিশ্বাস, গ্রাম-মঠবাড়িয়া মালোপাড়া, ব্যাংকে টাকা তুলতে আসলে এই সুরেশ গাইন তাকে একই দিনে ১বার নয় ২বার নয় ৫বার একাউন্ট খুলতে বাধ্য করেন। এরপরও ক্ষান্ত হয়নি এই অফিসার। টাকা দেওয়ার পর অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেবার পর ঘটনাস্থলেই মারা যান দীপু বিশ্বাস। এবিষয়ে অগ্রণী ব্যাংক চুকনগর শাখার সিনিয়র অফিসার সুরেশ গাইনের সাথে কথা বললে তিনি জানান আমার বিরুদ্ধে আণীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এসকল কর্মকা-ে আমি জড়িত নই। এ বিষয়ে অগ্রণী ব্যাংক চুকনগর শাখার ম্যানেজার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। আজ দুপুরে ঘটনাস্থলেই ৯নং কুলবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না এবং ৭নং গোবিন্দকাটি ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান রাজু’র সাথে কথা বলে জানতে পারলাম অগ্রণী ব্যাংক চুকনগর শাখার সিনিয়র অফিসর সুরেশ গাইনের বিরুদ্ধে আণীত অভিযোগগুলো সম্পূর্ণই সত্য তার প্রমাণ আমরা পূর্বেও লক্ষ্য করেছি এবং এর যথোপযুক্ত প্রমাণ আমাদের কাছে আছে। তার আইনানুগ ব্যবস্থা ও শাস্তির দাবী করছি। এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার বিধান চন্দ্র দাস বলেন যাদের নামে একাউন্ট তারা ব্যাংকে টাকা নিতে না এসে অন্য ব্যক্তিকে দিয়ে টাকা নিতে আসায় আমরা তাদের কাছে টাকা না দিলে জনগন ব্যাংকের সামনে বিক্ষোভ করে।আটলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম হাবিবুর রহমান হবি বলেন পঙ্গুদের ৯মাসের সাক্ষর করিয়ে ৬মাসের টাকা দিয়ে ব্যাংক কর্মকর্তারা তাদের বলেছে তোমাদের টাকা চেয়ারম্যান মেম্বররা মেরে খেয়েছে। এই মিথ্যা অপবাদ আমাদের নামে দেয়ায় এই অসাধু অফিসারদের বহিস্কারের দাবিতে ইউনিয়নের জনগনকে নিয়ে ব্যাংকের সামনে বিক্ষোভ করেছি।