শনিবার ● ৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » তালায় এলসিএস মহিলাকর্মীদের মাঝে চেক বিতরণ
তালায় এলসিএস মহিলাকর্মীদের মাঝে চেক বিতরণ
সেকেন্দার আবু জাফর, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
তালায় এলসিএস মহিলাকর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গতকাল ৪ মার্চ (শনিবার) সাকল সাড়ে ১১টায় তালা উপজেলা চেয়ারম্যানের সভা কক্ষে এ চেক বিতরণ করা হয়। তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসীমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ারের পরিচালনায় উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে প্রাধন অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। এ সময় সংবাদিক ইলিয়াস হোসেন, সুপারভাইজার শাহিনুর রহমান, শিমুল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাংলাদেশ ও জাপান সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহনকারী ১৫ জন মহিলা কর্মী ও ১ জন সুপাভাইজারের মাঝে এ চেক বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক মহিলা কর্মীর হতে ১ লক্ষ ২৫ হাজার ৫ শত টাকার চেক তুলে দেওয়া হয়।