শনিবার ● ৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছা কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান মহামিলন মেলায় পরিণত
পাইকগাছা কলেজের সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান মহামিলন মেলায় পরিণত
এস ডব্লিউ নিউজ ॥
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, স্মরণিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের ৫০ বছর পুর্তি, সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান। এ উপলক্ষে গোটা ক্যাম্পাস এলাকা সাজানো হয় বর্ণিল সাজে, আলোক সজ্জায় সজ্জিত করা হয় প্রধান ফটক ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান সমূহ। শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে সমবেত হয় ১৯৬৭ সাল থেকে অদ্যাবধি প্রায় অর্ধশত ব্যাচের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর বিভিন্ন ব্যাচের শত শত শিক্ষার্থীরা কলেজ জীবনের সহপাঠি একে অপরকে পেয়ে মেতে ওঠেন আনন্দ উল্লাসে। পুরাতন শিক্ষার্থীদের আনন্দ আর উল্লাসে পুর্নমিলনী অনুষ্ঠান পরিণত হয় মহামিলন মেলায়। অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের উপ-সচিব সাবিনা ইয়াসমিন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মঈনুল ইসলাম, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, কুয়েট এর সহকারী অধ্যাপক দীপায়ন মন্ডল, সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ রবিউল ইসলাম, ঢাকা বাংলা কলেজের অধ্যাপক লাকি রানী হালদার, আলহাজ্ব এ্যাডঃ জিএ সবুর, অধ্যক্ষ আবুল কালাম আজাদ,প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, আ’লীগনেতা আকতারুজ্জামান সুজা, বিজেআইটি গ্র“পের ভাইস চেয়ারম্যান শামিম আহসান, সবুজ মৎস্য খামারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, মুক্তিযোদ্ধা জিএম কেরামত আলী, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, অনিতা রানী মন্ডল, মোস্তফা কামাল জাহাঙ্গীর, এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, এটিএম গোলাম আজম, ডাঃ আনোয়ার হোসেন, নূর আলী মোড়ল ও গাউছুল আজম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সুষ্মিতা সরকার, সুফল চন্দ্র মন্ডল ও আসাবুর রহমান শিমুল।