সোমবার ● ৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » দাকোপে হরিনের মাংসসহ দৃ’জন গ্রেফতার
দাকোপে হরিনের মাংসসহ দৃ’জন গ্রেফতার
দাকোপ প্রতিনিধি
দাকোপ থানা পুলিশ এক অভিযান চালিয়ে হরিনের মাংসসহ দুজনকে গ্রেফতার করেছে। থানা সুত্রে জানা যায় হরিনের মাংস ক্রয় বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দাকোপ থানার এস আই আঃ সবুর এ এস আই আঃ ছাত্তার গতকাল উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নে এক অভিযানে যায়। গতকাল সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে পুলিশ তিলডাঙ্গা গ্রামের গৌরির বাড়ী সংলগ্ন এলাকায় ৭/৮ জন ব্যক্তি হাতে পলিথিনের ব্যাগসহ অপেক্ষামান ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ এ সময় ওই গ্রামের গৌরপদ সরদারের পুত্র রাম সরদার (২৩) এবং মৃঃ বিধান চন্দ্র রায়ের পুত্র অনুজ রায় (৩৫) কে ২ কেজি মাংসসহ গ্রেফতার করে। এ ঘটনায় এস আই আঃ সবুর বাদী হয়ে ১৯৭৪ সালের বন্য প্রানী সংরক্ষন আদেশের ২৬(১)(ক) তৎসহ ১৯২৭ সালের বন আইনের ২৬(১)(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।