মঙ্গলবার ● ৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » আশাশুনির কাদাকাটি হিন্দুপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ের শিক্ষকসহ ৩০ শিক্ষার্থী বসন্তরোগে আক্রান্ত
আশাশুনির কাদাকাটি হিন্দুপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয়ের শিক্ষকসহ ৩০ শিক্ষার্থী বসন্তরোগে আক্রান্ত
মোঃ নুর আলম, আশাশুনি(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের ১০০ নং কাদাকাটি হিন্দুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রামপ্রসাদসহ বিভিন্ন শ্রেনীর ৩০জন শিক্ষার্থী বসন্তরোগে আক্রান্ত হয়েছেন। ফলে স্কুলের অন্য শিক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে। স্কুলটির প্রয়োজনীয় ভবন না থাকায় ছাত্রছাত্রীদের একটি অংশকে নিয়ে স্কুলের সামনে মাঠে খোলা আকাশের নিচে ক্লাশ পরিচালনা করা হয়ে থাকে। স্কুলের একমাত্র ভবনটি ২০১২ সালে পরিত্যক্ত ঘোষণা করার পর সরকারীভাবে কোন ভবণের ব্যাবস্থা না হওয়ায় ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা নিজস্ব উদ্যোগে একটি অস্থায়ী ঘরে ক্লাশের ব্যবস্থা করতে গেলে ঘর তৈরীর জমি নিয়ে থানায় মামলা হয়। যে কারণে ঘর নির্মাণের কাজ বন্ধ আছে। ছেলেমেয়েদের বাইরে খোলা আকাশের নীচে ক্লাশ নেওয়া হচ্ছে। ফলে রৌদ্র, গরম ও ঠান্ডায় শিক্ষার্থীরা নানা রোগে আক্রান্ত হয়ে থাকে। সম্প্রতি একজন শিক্ষকসহ ৩০ জন ছাত্রছাত্রী বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। স্কুলটির শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে দ্রুত ক্লাশ রুম নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল,শিক্ষকমন্ডলী ও অবিভাবকবৃন্দ।