বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় মৌসুমের প্রথম বৃষ্টিপাতে ভোগান্তি
পাইকগাছায় মৌসুমের প্রথম বৃষ্টিপাতে ভোগান্তি
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মৌসুমের প্রথম বৃষ্টিতে চরম ভোগান্তি পেতে হয়েছে সাধারণ মানুষকে। বুধবারের ৩ ঘন্টা বৃষ্টিপাতে ব্যাহত হয় স্বাভাবিক কার্যক্রম। গোটা এলাকা বিদ্যুৎ বিহিন হয়ে পড়ে কয়েক ঘন্টা।
উল্লেখ্য, বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মৌসুমের প্রথম টানা বৃষ্টিপাতে জন ভোগান্তি বেড়ে যায়। হঠাৎ কয়েক ঘন্টা বৃষ্টিপাতে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ব্যাহত হয় সব ধরণের স্বাভাবিক কার্যক্রম। সবচেয়ে বেশি ভোগান্তি পেতে হয় প্রধান সড়ক সহ অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি জমে গেলে চলাচলে সাধারণ মানুষকে চরম বিপাকে পড়তে হয়। বিশেষ করে পাইকগাছা-খুলনা সড়কের ১১ কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক অবস্থার কারণে সড়কের বড় বড় গর্তে পানি জমে গেলে সাধারণ পথচারীদেরও চলাচলে চরম ভোগান্তি পেতে হয়। এছাড়া বৃষ্টিপাতের কারণে টানা কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক সংক্রান্ত সবধরণের কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হয়।