শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় রোজ বাড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় রোজ বাড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ঐতিহ্যবাহী রোজ বাড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাইকগাছা কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, সাবেক কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, আলাউদ্দীন রাজা, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, শিক্ষক মোশারফ হোসেন, মনতোষ বৈদ্য, শাহনাজ পারভীন, হোসনেয়ারা নাজমিন, দেবজানি মন্ডল, অসিম রায়, অসিত বরণ গাইন, লাইলী খানম, অসিম রায়, পূজা রানী মন্ডল ও শিখা রানী মন্ডল। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে অনুষ্ঠানের শুরুতেই স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত দিপক কুমার মন্ডলের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।