মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন
মাগুরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী বখাটের শাস্তির দাবিতে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি॥ মাগুরা দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত ও মারপিটের অভিযোগে বখাটে মাসুদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে স্কুল ছাত্রীরা ।মাগুরা শহরের চৌরঙ্গী মোড় থেকে সদর থানার গেট পর্যন্ত বিশাল এ মানববন্ধনে দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহন করে।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মুন্সী আমিরুল ইসলাম।
উল্লেখ্য পারনান্দুয়ালী গ্রামের বখাটে মাসুদ নবম শ্রেণীর এক ছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে উত্ত্যক্ত করে আসছিল।শনিবার স্কুল থেকে ফেরার পথে ক্ষুব্ধ মাসুদ আবারো উত্ত্যক্ত করলে মেয়েটি প্রতিবাদ জানায়।এতে ক্ষুদ্ধ হয়ে বখাটে মাসুদ ওই মেয়েটিকে মারধর ও গালিগালাজ করে।মেয়েটির অভিভাবকরা এঘটনা প্রতিবেশি মাসুদের বাবা -মাকে জানালে তারা উল্টো মেয়েটির পিতাকে গালিগালাজ করে।এ অপমান সইতে না পেরে মেয়েটি বিকালে বসতঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।বাড়ির অন্যরা টের পেয়ে মেয়েটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শনিবার সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।পুলিশ বখাটে মাসুদকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।বখাটে মাসুদ মাগুরা জেলা কারাগারে আটক রয়েছে।